For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানী এক্সপ্রেসের নামে যুক্ত হতে চলেছে 'পেপসি', শতাব্দীতে হচ্ছে 'কোক'!

সবকিছু ঠিক থাকলে রাজধানীর নাম হবে 'পেপসি রাজধানী' ও শতাব্দী এক্সপ্রেসের নাম হবে 'কোক শতাব্দী'। রেল মন্ত্রক ট্রেন ও স্টেশনগুলিকে ব্র্যান্ডিং করার অভিনব উদ্যোগ নিয়েছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ জানুয়ারি : খুব তাড়াতাড়ি রাজধানী এক্সপ্রেস ও শতাব্দী এক্সপ্রেসের নাম নতুন আঙ্গিকে আমাদের কাছে আসতে চলেছে। সবকিছু ঠিক থাকলে রাজধানীর নাম হবে 'পেপসি রাজধানী' ও শতাব্দী এক্সপ্রেসের নাম হবে 'কোক শতাব্দী'। রেল মন্ত্রক ট্রেন ও স্টেশনগুলিকে ব্র্যান্ডিং করার অভিনব উদ্যোগ নিয়েছে।[স্মার্ট নাইবা হোক, সাধারণ ফোনেও এবার কাটা যাবে রেলের টিকিট]

এর ফলে যাত্রী ভাড়া ও পণ্য পরিবহণ মাশুল না বাড়িয়েও রাজস্ব আয়ে রেলের বিশেষ সুবিধা হবে বলে মন্ত্রক সূত্রে খবর। সেজন্যই এমন উদ্যোগকে স্বাগত জানাতে তৈরি রেল।[রেলের টিকিট কাটতে এবার আবশ্যক হতে চলেছে আধার কার্ড!]

রাজধানী এক্সপ্রেসের নামে যুক্ত হতে চলেছে 'পেপসি', শতাব্দীতে হচ্ছে 'কোক'!

রেলমন্ত্রক সূত্রে খবর, এই সংক্রান্ত প্রস্তাবনা একেবারে তৈরি হয়ে গিয়েছে। পরের সপ্তাহে রেল বোর্ডের সবুজ সঙ্কেত পেলেই তা নিয়ে কাজ শুরু হয়ে যাবে।[ভারতীয় রেলওয়ের সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন কি?]

নতুন নীতি অনুযায়ী যেকোনও সংস্থাই মিডিয়া সত্ত্ব অনুযায়ী গোটা ট্রেনের সত্ত্ব পেতে পারে। বগির বাইরের দেওয়ালে দু'দিকেই বিজ্ঞাপনে ঢেকে দিতে পারে। এমনকী ট্রেনের ভিতরেও বিজ্ঞাপন করা যেতে পারে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রেলমন্ত্রকের বৈঠকে তিনি বিকল্প উপায়ে রেলের আয় বাড়ানোর পরামর্শ দেন। তারপরই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই একই ধরনের পরিকল্পনা ইউপিএ সরকারের আমলেও করা হয়েছিল। তবে সেসময়ে এই পরিকল্পনা সাফল্য পায়নি। বিজেপি সরকারের আমলে এই ভাবনা কতদূর ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার।

English summary
You could soon be boarding a 'Pepsi Rajdhani' or 'Coke Shatabdi' and from a "branded" station at that. The railways has readied a plan to brand trains and stations to augment revenues without raising passenger fares or freight rates.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X