For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু সংরক্ষিত টিকিট বাতিল করে রেলের কত কোটি টাকা আয় জানলে চোখ কপালে উঠবে

ভারতীয় রেলের রিপোর্ট বলছে, গত তিনবছরে যাত্রী ও পণ্যের ভাড়া বাদ দিয়ে ৮ হাজার কোটি টাকা রোজগার করেছে রেল।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় রেলের আয়ের অনুপাত বাড়ানো নিয়ে বহুদিন ধরেই তদ্বির চলছে। ব্যয় ধরে রেখে আয়ের নানা পথের অনুসন্ধান চলছে। বিজ্ঞাপন বাড়ানো, টিকিটের মূল্য বাড়ানোর মতো অনেক পদক্ষেপ করা হয়েছে। তবে সংরক্ষিত টিকিট বাতিল করেও রেল কোটি কোটি টাকা রোজগার করে সেই খবর জানেন কি?

ভারতীয় রেলের রিপোর্ট বলছে, গত তিনবছরে যাত্রী ও পণ্যের ভাড়া বাদ দিয়ে ৮ হাজার কোটি টাকা রোজগার করেছে রেল। এর মধ্যে প্রতিবছর গড়ে ৮ হাজার কোটি টাকা এসেছে সংরক্ষিত টিকিট বাতিল, উইন্ডো ওয়েটিং টিকিট ও আংশিক কনফার্ম টিকিটের মাধ্যমে।

শুধু সংরক্ষিত টিকিট বাতিল করে রেলের কত কোটি টাকা আয় জানেন!

এর মধ্যে সবচেয়ে বেশি রোজগার হয়েছে 'নন-ক্যানসেলেশন অব উইন্ডো ওয়েটিং টিকিট' দিয়ে। কারণ ট্রেনের যাত্রার মাত্র চার ঘণ্টা আগেই এই ধরনের সিট কনফার্ম হয়। এবং যাত্রীরা মাত্র সাড়ে তিন ঘণ্টা সময় পান টিকিট বাতিল করার জন্য।

গত তিন বছরে মোট ৮ কোটি ৮৯ লক্ষ ২৪ হাজার ৪১৪ জিন যাত্রী সেই কারণে নিজের টিকিট বাতিল করতে পারেননি। এর ফলে রেলের ৪৪০৪ কোটি টাকা আয় হয়েছে। এছাড়া সংরক্ষিত আসন বাতিল করিয়ে রেলের আয় হয়েছে গত তিন বছরে ৩৪৩৯ কোটি ২৯ লক্ষ ৫৬ হাজার টাকা।

English summary
Railways earned Rs 3,439 crore in last 3 years through ticket cancellations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X