For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেল বাজেট ২০১৫ : সংখ্যাতত্ত্বের বিচারে ভারতীয় রেলের হিসাব

  • |
Google Oneindia Bengali News

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : আর কিছুক্ষণের অপেক্ষা। সংসদে পেশ হবে মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ রেল বাজেট। এমনিতে ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহণ ব্যবস্থার অন্যতম। ভারতে রেল ব্যবস্থা চালু হয় ১৮৫৩ সালে। ১৯৪৭ সালে স্বাধীনতার সময়, দেশে ৪২ টি রেল সংস্থা বিদ্যমান ছিল। ১৯৫১ সালে এই সংস্থাগুলির রাষ্ট্রায়ত্ত্বকরণের পর একটিই মাত্র সংস্থা তৈরি হয় এবং সেই সংস্থাটি বিশ্বের অন্যতম বৃহৎ রেল ব্যবস্থায় পরিণত হয়েছে।

রেল বাজেট ২০১৫ : সংখ্যাতত্ত্বের হিসেবে ভারতীয় রেলের হিসেব


আসুন দেখে নেওয়া যাক সংখ্যাতত্ত্বের হিসেবে ভারতীয় রেলের হিসাব
  • প্রতিদিন ২ কোটি ৩০ লক্ষেরও বেশি যাত্রী ভারতীয় রেল ব্যবহার করেন।
  • ফি দিন ১২ হাজার ৬১৭ টি ট্রেনে এই বিপুল সংখ্যক যাত্রী করে।
  • সারা দেশে মোট ৭১৭২ টি স্টেশন রয়েছে।
  • প্রতিবছর ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা আয় হয় ভারতীয় রেলের।
  • অসম্পূর্ণ ৩৫৯ টি প্রকল্পের কাজ শেষ করতে রেলের প্রয়োজন আরও ১ লক্ষ ৮২ হাজার কোটি টাকা।
  • গত তিন দশকে ঘোষিত ৬৭৬ টি প্রকল্পের মধ্যে মাত্র ৩১৭ টি প্রকল্পই শেষ হয়েছে।
  • যাত্রীভাড়ায় ভর্তুকি দেওয়ায় ফি বছর রেলের ২৬ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়।
  • পণ্য পরিবহণ করে রেলের মোট আয়ের ৬৭ শতাংশ আসে।
  • প্রতিদিন সাড়ে ২৬ লক্ষ টন পণ্য ভারতীয় রেল পরিবহণ করে।
  • রেলের খরচের অনুপাত ৯৪ শতাংশ। অর্থাৎ ১০০ টাকায় ৬ টাকা খরচ বাঁচে রেলের।
  • রেলে সবমিলিয়ে ১৩ লক্ষ ১০ হাজার কর্মী কাজ করেন।
  • ফি বছর আমাদের দেশে ২০০ কিমি নতুন রেলপথ পাতা হয়।
English summary
Railway Budget 2015: Indian Railways in numbers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X