For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিলে কংগ্রেস সভাপতির দায়িত্ব নিতে পারেন রাহুল গান্ধী : সূত্র

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়ে ছুটি নেওয়া বিতর্কের মধ্যে পড়তে হয়েছে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে। সে বিতর্কের মাঝেই সূত্রের খবর এপ্রিল মাসে সহ সভাপতি থেকে পদোন্নতি হয়ে কংগ্রেসের সভাপতির দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন রাহুল।

আরও পড়ুন : (ছবি) বাজেট অধিবেশনে 'ছুটি' নিয়ে উত্তরাখণ্ডে রাহুল গান্ধী? দাবি অস্বীকার কংগ্রেসের

১৯৯৮ সাল থেকে দলের দায়িত্ব রয়েছেন গান্ধী পরিবারের পুত্রবধূ তথা রাহুলের মা সোনিয়া গান্ধী। সূত্রের খবর এবার সেই দায়িত্বভার ছেলের হাতে তুলে দিতে চলেছেন সোনিয়া।

এপ্রিলে কংগ্রেস সভাপতির দায়িত্ব নিতে পারেন রাহুল গান্ধী : সূত্র

যদিও রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে দলের মধ্যেই বিরোধ রয়েছে। দলের নেতা-কর্মীদের একাংশ মনে করছেন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের পক্ষে সন্তোষজনক নয়। লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের কুৎসিত হারের জন্য দায়ী রাহুল গান্ধীর বিভ্রান্তিকর নেতৃত্ব।

দলের একাংশ চাইছে রাহুল গান্ধীর বদলে প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসর হয়ে সক্রিয় রাজনীতিতে আনা হোক। দেশের বিভিন্ন জায়গায়, প্রিয়াঙ্কা লাও কংগ্রেস বাঁচাওয়ের স্লোগানও শুরু হয়ে গিয়েছে বহুদিন ধরে।

রাহুল নেহরু-গান্ধী বংশের চতুর্থ প্রজন্ম। ২০১৩ সালে জয়পুরে তাঁকে দলের দ্বিতীয় ব্যক্তি হিসাবে নিয়োগ করা হয়। কিন্তু তার পর থেকেই চরম ব্যর্থতার মুখোমুখি হতে হয় কংগ্রেসকে। একের পর নির্বাচনে কুৎসিতভাবে হারতে শুরু করে কংগ্রেস।

দলের আর একটি অংশ অবশ্য মনে করছে, দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া উচিত রাহুলের। এবং অনাগ্রাহী নেতার তকমটা মিথ্যা প্রমাণ করে দল পুনর্গঠনের কাজে এগিয়ে আসা উচিত। সূত্রের খবর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই কয়েক দিনের ছুটি নিয়েছেন রাহুল।

এদিকে রাহুলকে নিয়ে এমনিতেই দ্বিধাবিভক্ত কংগ্রেস দল। এর পর সত্যিই যদি রাহুলকে কংগ্রেসের এক নম্বর পদে নিয়ে আসা হয়, তাহলে কী তা দলের পক্ষে ভাল হবে, নাকি দলের আভ্যন্তরীন বিরোধ আরও বাড়বে তাই দেখার।

English summary
Rahul Gandhi to be Made Congress President in April: Sources
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X