For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের কংগ্রেস সভাপতি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা!

সহ সভাপতি থেকে একধাপ উপরে সভাপতি পদে রাহুল গান্ধীর উত্তরণ এখন শুধু সময়ের অপেক্ষা।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস সহ সভাপতি থেকে একধাপ উপরে সভাপতি পদে রাহুল গান্ধীর উত্তরণ এখন শুধু সময়ের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই সনিয়া গান্ধীকে সরিয়ে দলের প্রধান হয়ে যাবেন রাহুল।

আগামী বছর দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এবং অবশ্যই ২০১৯ লোকসভা নির্বাচনের অন্তত দেড় বছর আগে রাহুলের কংগ্রেস সভাপতি হিসাবে নিযুক্ত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

রাহুলের কংগ্রেস সভাপতি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা!

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে কংগ্রেস সভাপতি বেছে নেওয়া হবে। এছাড়াও সেইসময়ে রাজ্য সভাপতি ও রাজ্যের নেতৃত্বকেও বেছে নেওয়ার সময়। কংগ্রেসের বরিষ্ঠ নেতারা জানিয়েছেন, রাহুল সেই সময়ই পুরোপুরিভাবে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন।

মঙ্গলবার ১০ জনপথে কংগ্রেসের কোর কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকের পর কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, একে অ্যান্টনি ও পি চিদাম্বরম সাংবাদিক বৈঠক করেন। তবে কংগ্রেসের মধ্যে কথা উঠেছিল, ভবিষ্যতের নেতা হিসাবে রাহুলের সংবাদমাধ্যমের সামনে মুখ খোলা উচিত।

দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার প্রায় ২ দশক পরে ছেলের হাতে সেই গুরুদায়িত্ব তুলে দিচ্ছেন সনিয়া গান্ধী। গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্য হিসাবে কংগ্রেসের গুরুভার রাহুলের কাঁধে অর্পিত হতে চলেছে।

আগামিদিনে কর্ণাটক, গুজরাত, হিমাচলপ্রদেশের মতো রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগে রাহুল দায়িত্ব নিয়ে দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার। এই নির্বাচনে দলের ভরাডুবি মানে ফের একবার কড়া সমালোচনা ধেয়ে আসবে রাহুলের উদ্দেশে।

English summary
Rahul Gandhi likely to take over as Congress chief in October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X