For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুরের পর এবার পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে 'হোক কলরব'!

  • |
Google Oneindia Bengali News

পণ্ডিচেরি, ১ অগাস্ট : গতবছরের শেষে এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে বিচারের দাবিতে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ, রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রদের নির্মমভাবে পুলিশের লাঠিপেটা এবং সর্বোপরি নানা টালবাহনার পরে উপাচার্যকে সরিয়ে দেওয়া। [বাংলার সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, রিপোর্টে বলল 'ন্যাক']

এই নিয়েই খবরের শিরোনামে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের আন্দোলনের নাম হয়েছিল 'হোক কলরব'। তেমন হবে কিনা তা সময়ই বলবে তবে যাদবপুর থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তেমন ঘটনারই মুখোমুখি হয়েছে পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়। [যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিটলারি কায়দায় পুলিশি হামলা, আলো নিভিয়ে শ্লীলতাহানি]

যাদবপুরে যেমন অভিজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে প্রবল ক্ষোভ উগরে দিয়েছিলেন পড়ুয়ারা, তেমনই পণ্ডিচেরিতেও উপাচার্য চন্দ্র কৃষ্ণমূর্তিকে সরিয়ে দিতে আন্দোলনে নেমেছে ছাত্রছাত্রীরা। তাঁর বিরুদ্ধে জাল জীবনপঞ্জী ও কুম্ভীলকবৃত্তির অভিযোগ উঠেছে। [কেন বারবার হ্যাক হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট!]

উপাচার্যকে সরিয়ে দিতে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে পড়ুয়ারা। তা না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলবে বলে জানিয়েছে ছাত্রছাত্রীরা। আপাতত পঞ্চম দিনে পড়েছে তাদের আন্দোলন। নিচের স্লাইডে দেখে নিন, পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে কীভাবে নির্মম অত্যাচার চালিয়েছে পুলিশ।

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নানা বিষয়ে সরব হয়েছে পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিল্ডিংয়ের সুযোগ সুবিধা নিয়েও ক্ষোভ রয়েছে তাদের।

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালে পুলিশ গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে। ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

পণ্ডিচেরি বিশ্ববিদ্য়ালয়েও লাঠিচার্জের সময়ে মেয়েরা ছাড় পায়নি পুলিশের হাত থেকে। ঠিক যেমনটা হয়েছিল যাদবপুরে।

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

ঘটনায় মোট ১৫ জন ছাত্র জখম হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

বিশ্ববিদ্যালয়ে স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য স্নাতকোত্তরে এক-চতুর্থাংশ আসন সংরক্ষণ, মহিলাদের সুরক্ষা ও ল্যাবরেটরির ভালো সুযোগ সুবিধা, বিশ্ববিদ্য়ালয়ে সুরক্ষিত পানীয় জল ও থাকা-পড়ার খরচ কমানো- এই হল পড়ুয়াদের দাবি।

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

গত শুক্রবার থেকেই আন্দোলনে নেমেছে পড়ুয়ারা। এই নিয়ে পঞ্চম দিনে পড়ল তাদের আন্দোলন।

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

পণ্ডিচেরিতে 'হোক কলরব'

তাদের দাবি না মানা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানিয়েছে বিক্ষোভরত পড়ুয়ারা।

English summary
Puducherry students continue protest for VC's ouster
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X