For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পণ্ডিচেরি বিধানসভা নির্বাচন নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই জানতে হবে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পণ্ডিচেরি বা পুদুচ্চেরিতে ১৬ মে সোমবার বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। এখানে মোট ৩০টি বিধানসভা আসন রয়েছে। এবং সংখ্যাগরিষ্ঠতা বা সরকার গঠনের জন্য প্রয়োজন মাত্র ১৬টি আসনে জয়ের।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন নিয়ে যে তথ্যগুলি জেনে রাখা প্রয়োজন

কেরল বিধানসভা নির্বাচন নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন একনজরে

এইবছর পুদুচ্চেরিতে মূল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে এআইএনআরসি ও কংগ্রেস-ডিএমকে জোটের। ২০১১ সালের বিধানসভা ভোটে এন রঙ্গস্বামীর নেতৃত্বাধীন এআইএনআরসি পেয়েছিল ১৫টি আসন ও কং-ডিএমকে পেয়েছে ৭টি আসন। এহেন পুদুচ্চেরি ও তার বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ নানা তথ্য নিচে দেওয়া হল।

পণ্ডিচেরি বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য একনজরে

পণ্ডিচেরি বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন একনজরে

  • ১৯৬২ সালের আগে পর্যন্ত পণ্ডিচেরি ফরাসিদের শাসনে ছিল। পরে ১৯৬২ সালের ১৬ অগাস্ট তা ভারতের অন্তর্ভুক্ত হয়।
  • পুদুচ্চেরিতে মোট চারটি জেলা রয়েছে। পুদুচ্চেরি, কারাইকল, মাহে ও ইয়ানম। তামিলনাড়ু, কেরল ও অন্ধ্রপ্রদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয় এই কেন্দ্রশাসিত অঞ্চল।
  • ফরাসি শাসনের সময়ে এই অঞ্চলকে ৩৯টি বিধানসভা কেন্দ্রে ভাগ করা হয়েছিল। পরে ভারতে অন্তর্ভুক্তির পরে তা কমে হয় ৩০টি বিধানসভা আসন।
  • এবছর কংগ্রেস ও ডিএমকে জোট বেঁধে পণ্ডিচেরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস মোট ২১টি ও ডিএমকে ৯টি আসনে লড়ছে।
  • পণ্ডিচেরির অন্যতম বড় দল এআইএনআরসি সবকটি আসনে (৩০টি আসন) একা লড়ছে। এর পাশাপাশি এআইএডিএমকে ও বিজেপির মতো দলও সবকটি আসনে প্রার্থী দিয়েছে।
English summary
Puducherry Assembly Elections 2016 : Important facts you need to know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X