For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সফরে লাদাখে রামনাথ কোবিন্দ, সেনার অনুষ্ঠানে সম্মানপ্রদান রাষ্ট্রপতিকে

সেনার মনোবল বাড়িয়ে তুলতে সোমবারই লাদাখ পৌঁছলেন রাষ্ট্রপতি। এদিন লেহ-তে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সোজা লাদাখ স্কাউট রেজিমেন্ট পৌঁছন রাষ্ট্রপতি।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রপতি পদে বসার পর প্রথমবার দিল্লির বাইরে পা রাখলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেনার মনোবল বাড়িয়ে তুলতে সোমবারই লাদাখ পৌঁছলেন রাষ্ট্রপতি। এদিন লেহ-তে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সোজা লাদাখ স্কাউট রেজিমেন্ট পৌঁছন রাষ্ট্রপতি। ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর স্যালুট গ্রহণ করেন তিনি।

[আরও পড়ুন: লাদাখে চিনা সৈন্যদের কতটা মার মেরেছে ভারতীয় সেনারা, সামনে এল ভাইরাল ভিডিও][আরও পড়ুন: লাদাখে চিনা সৈন্যদের কতটা মার মেরেছে ভারতীয় সেনারা, সামনে এল ভাইরাল ভিডিও]

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সফরে লাদাখে রামনাথ কোবিন্দ, সেনার অনুষ্ঠানে সম্মানপ্রদান রাষ্ট্রপতিকে

উল্লেখযোগ্যভাবে ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডারও রাষ্ট্রপতিই। এদিন তাঁকে স্বাগত জানাতে ৬০৫ গ্যালান্টারি ও বিশেষ সম্মানগুলি গিয়ে সাজিয়ে তোলা হয়েছিল লাদাখ স্কাউট রেজিমেন্ট। 'প্রেসিডেন্টস কালার্স' প্রদান করা হয় লাদাখ স্কাউট রেজিমেন্টের অন্তর্গত আরও ৫টি ব্যাটেলিয়নকে। নিজের বক্তব্যে রাষ্ট্রপতি লাদাখ স্কাউটের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন। সেইসঙ্গে কার্গিলের শহিদ কর্নেল সোনম ওয়াংচুকের ওপর একটি তথ্যচিত্রও প্রকাশ করেন তিনি। কথা বলেন সেনা জওয়ান ও শহিদদের স্ত্রীর সঙ্গেও।

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সফরে লাদাখে রামনাথ কোবিন্দ, সেনার অনুষ্ঠানে সম্মানপ্রদান রাষ্ট্রপতিকে

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের লাদাখ সফরের একদিন আগে রবিবারই লাদাখ পৌঁছেছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। লাদাখে গত সপ্তাহেই চিনের সঙ্গে ভারতীয় সেনার হাতাহাতি হয়। গত শনিবারই সেই ভিডিও ফুটেজও প্রকাশিত করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষমন্ত্রক। ফলে রাষ্ট্রপতির এই সফরে লাদাখে মোতায়েন ভারতীয় সেনার মনোবল অনেকটাই চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে।

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সফরে লাদাখে রামনাথ কোবিন্দ, সেনার অনুষ্ঠানে সম্মানপ্রদান রাষ্ট্রপতিকে

এদিনই লেহ- তে মহাবোধী ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারে গিয়ে বুদ্ধ পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

English summary
In his maiden visit outside Delhi, President Ramnath Kovind presents President's Color to Ladakh Scout regiment, he lays foundation stone of Budhha Park at Leh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X