For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রত্যুষা নিজের দুর্দশার জন্য ওর বাবা-মাকে দায়ী করেছে, আমাকে নয় : রাহুল রাজ!

রাহুলের দাবি, প্রত্যুষার যে শেষ কথপোকথনের কথা বলা হচ্ছে তাতে কারসাজি করা হয়েছে যাতে আমাকে দোষী প্রমাণ করা যায়। প্রত্যুষা আমায় নয় বরং দুর্দশার জন্য নিজের বাবা-মায়ের নামই নিতে চেষ্টা করেছিলেন।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৬ নভেম্বর : প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়কে বেশ্যাবৃত্তিতে নামাতে চেয়েছিলেন বলে বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের উপর যে অভিযোগ উঠেছে তার পাল্টা জবাব দিলেন তিনি। আর রাহুলের জবাবে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। [দেহব্যবসায় বাধ্য করেছিল রাহুল, সেজন্যই আত্মহত্যা করেন 'বালিকা বধূ' প্রত্যুষা?]

রাহুলের দাবি, প্রত্যুষার যে শেষ কথপোকথনের কথা বলা হচ্ছে তাতে কারসাজি করা হয়েছে। প্রত্যুষা তাঁকে নয় বরং নিজের দুর্দশার জন্য নিজের বাবা-মায়ের নামই নিতে চেষ্টা করেছিলেন। এই কারচুপি করা হয়েছে যাতে আমাকে দোষী হিসাবে সামনে আনা যায়। [(ছবি) প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু : যে ১০ টি কারণে সন্দেহ রাহুলের দিকে!]

প্রত্যুষা নিজের দুর্দশার জন্য ওর বাবা-মাকে দায়ী করেছে, আমাকে নয় : রাহুল রাজ!

রাহুলের কথায়, "কেন সংবাদমাধ্যম এধরণের ঘটনা ঘটাল জানি না। প্রত্যুষার সংলাপকে এমন ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে যেন নিজের দুর্দশার জন্য প্রত্যুষা আমাকে দায়ী করছে। একে সাংবাদিকতা বলে, না। অত্যন্ত নিম্নরুচির পরিচয় দিয়েছে সংবাদমাধ্যটি।[প্রত্যুষার মৃত্যুর কয়েক মাসের মাথায় ফের বিতর্কে বয়ফ্রেন্ড রাহুল, এবার অভিযোগ শ্লীলতাহানির]

ওই ট্যাবলয়েডের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনবেন বলেও অভিযোগ জানিয়েছেন রাহুল। রাহুল বলেন, "এটা অত্যন্ত গুরুতর অভিযোগ, আমি এটা এড়িয়ে যেতে পারি না। এটা অত্যন্ত কাঁচা অভিযোগ। ওই সংলাপে আমি প্রত্য়ুষার সঙ্গে ছিলাম। পরিষ্কার ভাবে নিজের বাবার নামে গালিগালাজ করেছে প্রত্যুষা, পাশাপাশা আমাকে বলেছে, 'রাহুল তুমি আমাকে এত ভালবাস তাই এইসব সহ্য করছ।' অথচ সেই বাক্যগুলি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যাতে আমাকে দোষী মনে হয়।"

English summary
Pratyusha Has Blamed Her Parents For Her Misery, Not Me: Rahul Raj
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X