For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়ার পয়েজ গার্ডেন হবে মেমোরিয়াল, শশীকে পাল্টা চাপ পন্নিরসেলবমের

গভর্নর সি বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করে শশীকলা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার আগে পন্নিরসেলবম ঘোষণা করলেন, জয়ললিতার পয়েজ গার্ডেনের বাড়িকে মেমোরিয়াল হিসাবে গড়ে তোলা হবে।

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ৯ ফেব্রুয়ারি : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদ নিয়ে টানটান লড়াই অব্যাহত জয়ললিতা ঘনিষ্ঠ দুই সহযোগী ও পন্নিরসেলবম ও শশীকলা নটরাজনের মধ্যে। একজন মুখ্যমন্ত্রী পদে বসেও পদত্যাগ করেছেন অথবা বাধ্য হয়েছেন। আর একজন দলের সাধারণ সম্পাদক পদে থেকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এক পা বাড়িয়ে রেখেছেন।[শশীকলাকে মুখ্যমন্ত্রী হতে না দেওয়ার ষড়যন্ত্রে শামিল তামিলনাড়ুর রাজ্যপালও!]

এই অবস্থায় গভর্নর সি বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করে শশীকলা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার আগে পন্নিরসেলবম ঘোষণা করলেন, জয়ললিতার পয়েজ গার্ডেনের বাড়িকে মেমোরিয়াল হিসাবে গড়ে তোলা হবে।[শশীকলার বিরুদ্ধে কড়া মন্তব্য দক্ষিণী সুপারস্টার কামাল হাসানের ]

জয়ার পয়েজ গার্ডেন হবে মেমোরিয়াল, শশীকে পাল্টা চাপ পন্নিরসেলবমের

এসবরে আগে এদিন পন্নিরসেলবমের সঙ্গে দেখা করে নিজের অবস্থান স্পষ্ট করেন এআইএডিএমকের বরিষ্ঠ নেতা ই মধুসুধন। তিনি পন্নিরের পাশে রয়েছেন বলে জানান এবং পন্নিরের দাবি, শশীকলার পাশে থাকা বিধায়কদের একাংশ গোপনে তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। গোপনে ভোট হলে তা তার পক্ষেই পড়বে বলে দাবি করেন তিনি।[পন্নিরসেলবম Vs শশীকলা : মধ্যরাতের নাটকের ১০ গুরুত্বপূর্ণ অগ্রগতি ]

এদিকে পয়েজ গার্ডেনের যে বাড়ি মেমোরিয়াল হবে বলে পন্নিরসেলবম দাবি করেছেন, সেখানে জয়ার মৃত্যুর পরে শশীকলা থাকেন। সেই বাড়িতে স্মৃতিভবন গড়ে তোলার অর্থ শশীকলাকে উচ্ছেদ করতে চান পন্নির।

পয়েজ গার্ডেন বাড়ির মোট এলাকা ২৪ হাজার স্কোয়ার ফুট। তার নাম 'বেদ নীলয়ম'। সুবিশাল এই বাড়িতেই বহুবছর কাটিয়েছেন জয়ললিতা।

English summary
J Jayalalithaa's Poes Garden home in Chennai should be turned into a memorial, suggests O Panneerselvam, her most trusted lieutenant, now a rebel who is fighting to stop her long-time companion VK Sasikala from taking power.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X