For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজির ১২০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর, কথা তুললেন নেতাজি সংক্রান্ত ফাইলেরও

নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল ইন্টারনেটে প্রকাশ করার সুযোগ পাওয়াতে তাঁর সরকার গর্বিত। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাজ্ঞপণ করে একথা সোস্যাল মিডিয়াতে জানান প্রধানমন্ত্রী মোদী

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল ইন্টারনেটে প্রকাশ করার সুযোগ পাওয়াতে তাঁর সরকার গর্বিত। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২০ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাজ্ঞপন করে একথা সোস্যাল মিডিয়াতে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি জানান নেতাজি সংক্রান্ত ফাইল মিলবে এখানে- http://www.netajipapers.gov.in. [বিমান দুর্ঘটনার পর নেতাজির বেঁচে থাকার নতুন প্রমাণ সামনে এল!]

প্রধানমন্ত্রী তাঁর একের পর এক টুইটে জানান, ' আমি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সেলাম জানাই তাঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে'। পাশাপাশি তিনি এও জানান, নেতাজীর সাহসীকতা ভারতকে ঔপনিবেশের হাত থেকে স্বাধীনতা এনে দেয়।[সরকারি ফাইল বলছে ১৯৬৮ সালে বেঁচে ছিলেন নেতাজি !]

নেতাজীর ১২০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞপন মোদীর, কথা তুললেন নেতাজী সংক্রান্ত ফাইলেরও

প্রধানমন্ত্রীর টুইট এখানেই শেষ নয়। তিনি আরও জানিয়েছেন, নেতাজি সুভাষ ছিলেন একজন বুদ্ধিজীবী। যিনি সর্বদাই পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে গছেন।[নেতাজি সংক্রান্ত ১০০টি গোপন নথি প্রকাশ করলেন মোদী, কেন্দ্রকে তোপ দাগল কংগ্রেস]

এই বক্তব্য় থেকে একধাপ এগিয়ে তিনি ঘোষণা করেন, যে বহু দিন ধরেই নেতাজি সংক্রান্ত ফাইল গুলিকে সামনে আনবার জন্য দাবি জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। কেন্দ্রীয় সরকার যে ,নেতাজী সংক্রান্ত সমস্ত ফাইলকে এবার মানুষের কাছে নিয়ে আসতে পেরেছে, এই ঘটনা সরকারের কাছেও অত্যন্ত গর্বের বিষয়।[কথা রেখে নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল প্রকাশ করল রাজ্য সরকার]

প্রসঙ্গত , গত ১ বছর ধরে, একের পর এক নেতাজি সংক্রান্ত ফাইলকে প্রকাশ করেছে কেন্দ্র। এই সংক্রান্ত সমস্ত ফাইলকে সাধারণ মানুষের আয়ত্ত্বে আনবার বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়। যা ইন্টারনেটের মারফৎ মানুষের কাছে পৌঁছয়। ইতিমধ্যেই প্রায় ১০০ টির মতো ফাইল ইন্টারনেটে এসেছে। যার দ্বারা মহান এই বিপ্লবীর মৃত্যু বিতর্ককের ওপরেও আলোকপাত করা যায়।[নেতাজি নিয়ে গোপন নথিতে কি থাকতে পারে? জেনে নিন আগে থেকে]

English summary
Prime Minister Narendra Modi on Monday paid rich homage to Netaji Subhas Chandra Bose on his 120th birth anniversary. “I salute Netaji Subhas Chandra Bose on his birth anniversary."
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X