For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-অখিলেশের 'আমের লড়াই'-য়ে মেতেছে উত্তরপ্রদেশ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

লক্ষ্মৌ, ১৬ জুন : আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। সেই নিয়ে জোর আলোচনা, তরজা, লড়াইয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। রাজনৈতিক লড়াইটা মূলত হবে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে। আরও ভালো করে বললে, নরেন্দ্র মোদী বনাম অখিলেশ সিং যাদবের মধ্যে।

তবে এই রাজনৈতিক লড়াইয়ের বাইরে এই মুহূর্তে আর একটি লড়াই চলছে মোদীজি বনাম অখিলেশ যাদবের মধ্যে। আর তা হল আমের লড়াই।

মোদী-অখিলেশের 'আমের লড়াই'-য়ে মেতেছে উত্তরপ্রদেশ

আসলে ঘটনা হল, লক্ষ্মৌ থেকে ৩৫ কিলোমিটার দূরে মালিহাবাদে কলিমুদ্দিন খান (৭৫) নামে একজন আম বাগানের মালিক রয়েছেন। তিনিই মূলত এই লড়াইটা বাধিঁয়েছেন। বিশেষ দু'রকমের আম তাঁর বাগানে রয়েছে। একটির নাম 'মোদী আম', অপরটির নাম 'অখিলেশ আম'।

দুটি আমের মধ্যে কে এগিয়ে সে বিষয়ে কোনও রাখঢাক নেই খানসাহেবের। তাঁর স্পষ্ট কথা, অখিলেশ আম খেতে খুব মিষ্টি, আর মোদী আমের মহিমা অপার। গতবছর মোদী আম বেশি সাড়া ফেললেও এবছরটা অখিলেশ আমের বছর।

আম বাগানের মালিক কলিমুদ্দিন খান বেশ পরিচিত মানুষ। বিভিন্ন ধরনের আমের ফলনই তাঁর একমাত্র নেশা। ২০০৮ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন সেইজন্যই। একটি গাছ থেকে ৩০০ প্রজাতির আমের ফলন করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।

এহেন কলিমুদ্দিন সাহেবের পরিবার ৩০০ বছর ধরে আম ফলনের সঙ্গে জড়িত। ১৯৫৭ সালে সপ্তম শ্রেণিতে অকৃতকার্য হওয়ার পরই তিনি এই পৈতৃক ব্যবসাতে নামেন। আর তারপর থেকে এই আমের বাগানই তাঁর জীবন।

উত্তরপ্রদেশে মোদী-অখিলেশের রাজনৈতিক লড়াইয়ের অনেক আগে থেকেই আমের বাগানে দুজনের লড়াইটা লাগিয়ে দিয়েছেন এই আমচাষী। এখন দেখার রাজ্যের মসনদের লড়াইটা কেমন জমে?

English summary
PM Narendra Modi Vs Akhilesh Yadav 'Mango fight' in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X