For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেনকোট পরে বাথরুমে স্নান করেছেন মনমোহন সিং, দুর্নীতি ইস্যুতে আক্রমণ মোদীর

রাজ্যসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দুর্নীতি ইস্যুকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা নিয়ে ফের একবার জাতীয় রাজনীতি উত্তাল হয়ে উঠল।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি : রাজ্যসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দুর্নীতি ইস্যুকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা নিয়ে ফের একবার জাতীয় রাজনীতি উত্তাল হয়ে উঠল।

রাজ্যসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হাইলাইটস একনজরে

এদিন রাজ্যসভায় নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস সরকারের আমলে এতগুলি দুর্নীতির পরও ওনার (মনমোহন সিং) গায়ে একটাও দাগ লাগেনি। একমাত্র মনমোহন সিং জানেন রেনকোট পরে কীভাবে বাথরুমে স্নান করতে হয়।

রেনকোট পরে বাথরুমে স্নান করেছেন মনমোহন সিং : মোদী

কংগ্রেস সরকারের আমলে যে সময়ে মূলত মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, সেইসময়ে কয়লা কেলেঙ্কারি, ২জি স্পেকট্রাম কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস কেলঙ্কারি সহ একাধিক দুর্নীতির ঘটনায় দেশ উত্তাল হয়েছে।

মনমোহনের প্রধানমন্ত্রিত্বে যখন এতগুলি কেলেঙ্কারির ঘটনা সামে এসেছে। তখন কেউ প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিংয়ের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলেননি। তবে বিজেপি বারবারই এর বিরোধিতা করে এসেছে। জানিয়েছে, মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্বে যখন এতগুলি কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে, তখন তাঁকেও দোষ দেওয়া থেকে বিরত থাকা যায় না। এদিন প্রধানমন্ত্রী সেই বিতর্কেই ঘি ঢাললেন বলে মত ওয়াকিবহাল মহলের।

এই মন্তব্যের পরে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস। মনমোহন সিং তাঁকে আক্রমণের প্রেক্ষিতে কিছু বলতে অস্বীকার করেন। কংগ্রেসের তরফেও বক্তব্যের কড়া নিন্দা করা হয়েছে।

English summary
Prime Minister Narendra Modi today took on his predecessor, Dr Manmohan Singh, by stating that "there is not a single black mark against him despite all the corruption. Only Doctor Saab knows how to bathe with a raincoat in the bathroom."
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X