For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের জিএসটির নতুন নামকরণ করলেন নরেন্দ্র মোদী

জিএসটির নতুন অর্থই হল 'গ্রোয়িং স্ট্রং টুগেদার'। এভাবেই ফের একবার জিএসটির নয়া নামকরণ করলেন নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

এদিন সোমবার শুরু হল সংসদের বর্ষাকালীন অধিবেশন। এদিন সংসদে রাষ্ট্রপতি নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। সবমিলিয়ে জমজমাট ছিল গণতন্ত্রের পীঠস্থান। তার মাঝেই সংসদে বক্তব্য রাখতে গিয়ে নিজের মতো করে জিএসটি-র ফের একবার নতুন নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফের জিএসটির নতুন নামকরণ করলেন নরেন্দ্র মোদী

এদিন বর্ষাকালীন অধিবেশনের প্রথমে ভাষণ রাখতে উঠে মোদী ফের একবার জিএসটি বিলের প্রসঙ্গ টেনে আনেন। স্বাধীনতার পর দেশের সবচেয়ে বড় কর সংষ্কার প্রসঙ্গে মোদী বলেন, সকলে মিলে আরও মজবুত অবস্থান নিয়ে এগিয়ে যেতে হবে। জিএসটির নতুন অর্থই হল 'গ্রোয়িং স্ট্রং টুগেদার'। এভাবেই ফের একবার জিএসটির নয়া নামকরণ করলেন তিনি।

গত ৩০ জুন মধ্যরাত থেকে সারা দেশে জিএসটি চালু হয়েছে। সংসদে বিশেষ অধিবেশন বসিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জিএসটির আনুষ্ঠানিক সূচনা করেন। সেইসময়ই ভাষণ দিতে গিয়ে জিএসটি-কে 'গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স' বলে সম্বোধন করেন মোদী। এদিন ফের একবার নিজস্ব ভঙ্গিতে জিএসটি-র নয়া নামকরণ করে ফেললেন তিনি।

English summary
PM Narendra Modi comes up with a new expansion for GST in parliament. PM Modi said the spirit of GST was about "growing strong together", in yet another smart expansion of the acronym for GST.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X