For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হাইলাইটস একনজরে

লোকসভায় বক্তব্য রাখার পরে এদিন রাজ্যসভায় রাষ্ট্রপতির বাজেট বক্তৃতার পরে 'মোশন অব থ্যাঙ্কস' জানিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি : লোকসভায় বক্তব্য রাখার পরে এদিন রাজ্যসভায় রাষ্ট্রপতির বাজেট বক্তৃতার পরে 'মোশন অব থ্যাঙ্কস' জানিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় যে বক্তব্য রেখেছিলেন মোটের উপরে সেই বিষয়গুলিই সংসদের উচ্চকক্ষে তুলে ধরলেন তিনি। তবে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে কড়া মন্তব্যের বিরোধিতা করে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস।

লোকসভায় ভাষণে এদিন যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রাজ্যসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হাইলাইটস একনজরে

এদিন রাজ্যসভায় ঠিক কি বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী তা জেনে নিন একনজরে

  • দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে এই লড়াই কোনও রাজনৈতিক লড়াই নয়। কোনও একটি রাজনৈতিক দলকে আলাদা করার লড়াইও নয়।
  • ভারতের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের স্বপ্নকে ধাক্কা দিয়েছে দুর্নীতি।
  • যতক্ষণ না দুর্নীতিবাজ ও অসৎ লোকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে, ততক্ষণ সৎ জনতাকে শক্তিশালী করা যাবে না।
  • যারা সিস্টেমকে প্রতারণা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমন করলে গরিবের হাতই শক্ত হবে।
  • নোট বাতিলের ঘটনার পরে ৭০০ জন মাওবাদী আত্মসমর্প করেছে। যত দিন যাচ্ছে, তত সেই সংখ্যা বাড়ছে। এটা কি আমাদের খুশি করে না?
  • নোটা বাতিলের ঘটনায় এক অদ্ভুত বিভেদ দেখা গিয়েছে। রাজনৈতিক নেতৃত্ব ও জনসাধারণ নোট বাতিলের ঘটনায় আলাদা সুরে কথা বলেছেন। এই প্রথম সরকার ও সাধারণ মানুষের বক্তব্যের সুর এক ছিল।
  • কালো টাকা, সন্ত্রাসবাদ, জাল টাকা আমাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল। এখন ভারত সেই খারাপ জিনিসগুলিকে সমাজ থেকে বের করার কাজে ব্রতী।
  • গত ৩৫ বছর ধরে ভারতীয় অর্থনীতিতে মনমোহন সিংয়ের প্রভাব রয়েছে। অথচ এতগুলি কেলেঙ্কারির মাঝেও তিনি স্বচ্ছ্ব ভাবমূর্তি নিয়ে রয়ে গিয়েছেন। বাথরুমে রেনকোট পরে কীভাবে স্নান করতে হয় সেই কলা একমাত্র মনমোহন সিংই শেখাতে পারেন।
  • আমরা চাই মানুষের ভাবনাচিন্তায় বদল আসুক। আমাদের দেশের শক্তি ও সম্ভাবনাকে কারও খাটো করা উচিত নয়।
  • স্বচ্ছ্ব ভারত অভিযান নিয়ে অনেকে হাসাহাসি করেছিল। তবে আমি সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই। জনচেতনা বাড়াতে সংবাদমাধ্যম সাহায্য করেছে।
English summary
Prime Minister Narendra Modi replied to the debate on the motion of thanks to the President's address. Here are the highlights from his speech.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X