For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পালিত আন্তর্জাতিক যোগদিবস, ভারতকে বিশ্বের সঙ্গে জুড়েছে যোগ, মত প্রধানমন্ত্রীর

তিনবছরে পড়ল আন্তর্জাতিক যোগদিবস। সারা বিশ্বে এদিন যোগদিবস পালিত হল।

  • |
Google Oneindia Bengali News

তিনবছরে পড়ল আন্তর্জাতিক যোগদিবস। সারা বিশ্বে এদিন যোগদিবস পালিত হস। সকালে লখনৌয়ের রামাবাঈ আম্বেদকর ময়দানে আমজনতার সঙ্গে মিলে যোগাভ্যাস সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী জানালেন, আজ যোগ প্রত্যেকের জীবনের অংশ হয়ে গিয়েছে। শুধু ভারতে নয়, সারা বিশ্বে যোগাভ্যাস জনপ্রিয়তা পেয়েছে। এবং ভারতকে বিশ্বের সঙ্গে জুড়তে সাহায্য করেছে।

ভারতকে বিশ্বের সঙ্গে জুড়েছে যোগ : প্রধানমন্ত্রী মোদী

গত তিনবছরে বহু জায়গায় যোগ শেখানোর প্রতিষ্ঠান খুলেছে। যোগ জানা শিক্ষকদের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। আর এই বিষয়ে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এই ঘটনা তাঁকে আনন্দিত করেছে বলেও জানান তিনি।

শুধু ফিট থাকাই নয়, আত্মশুদ্ধির জন্যও যোগের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। খাবারে যেমন লবণের প্রয়োজন রয়েছে, নাহলে খাবারের স্বাদ আসে না, তেমনই জীবন যোগ ছাড়া অসম্পূর্ণ, এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী।

English summary
PM Modi performs Yoga at Lucknow's Ramabai Ambedkar Maidan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X