For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রহস্যজনকভাবে জেএনইউ হস্টেল থেকে উদ্ধার গবেষক ছাত্রের মৃতদেহ

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে এক গবেষক ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম জে আর ফিলেমন। তিনি মণিপুরের বাসিন্দা ছিলেন।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ অক্টোবর : একদিকে নাজিব আহমেদ নামের এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটানায় উত্তপ্ত হয়ে রয়েছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে এক গবেষক ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম জে আর ফিলেমন। তিনি মণিপুরের বাসিন্দা ছিলেন। ৩ দিন আগে থেকে নিখোঁজ ছিলেন ওই ছাত্র বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে হস্টেলের দরজা ভেঙে রাতেই ছাত্রটির দেহ উদ্ধার করে। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সংশয়ে রয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

রহস্যজনকভাবে জেএনইউ হস্টেল থেকে উদ্ধার গবেষক ছাত্রের মৃতদেহ

উল্লেখ্য নাজিব আহমেদ নামে জেএনইউ-র অপর এক ছাত্র প্রায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সেই ঘটানায় বিক্ষোভ ক্রমশ বেড়ে চলেছে। বিক্ষুব্ধ ছাত্ররা উপাচার্যকে ২০ ঘন্টা ঘেরাও করেও ক্ষান্ত হননি। নিখোঁজ ছাত্রকে খুঁজতে দ্রুত ব্যবস্থা না নিলে লাগাতার অন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর নির্দেশে সিট গঠন করা হলেও। নিখোঁজ ছাত্র সম্বন্ধে কোন খবর এখনও পাওয়া যায়নি।

এরমধ্যেই মণিপুরের গবেষক ছাত্রের দেহ উদ্ধার ঘিরে যথেষ্ট চিন্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মৃত ছাত্রের মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখে সূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ। এর সঙ্গে মৃত ছাত্রের বন্ধুদের জিঞ্জাসাবাদের প্রক্রিয়াও দ্রুত শুরু করতে চাইছে পুলিশ।

English summary
PhD Student Found Dead In Hostel Room In Delhi's JNU
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X