For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#Note বাতিল বিতর্কের মাঝেই পেট্রোল ও ডিজেলের দাম কমল

সারা দেশ নোট বাতিল বিতর্কের মাঝেই পেট্রোল ও ডিজেলের দাম বেশ কিছুটা কমল। লিটারে ১.৪৬ টাকা পেট্রোলের দাম কমেছে ও ডিজেলের দাম কমেছে লিটারে ১.৫৩ টাকা।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৫ নভেম্বর : সারা দেশ নোট বাতিল বিতর্কের মাঝেই পেট্রোল ও ডিজেলের দাম বেশ কিছুটা কমল। লিটারে ১.৪৬ টাকা পেট্রোলের দাম কমেছে ও ডিজেলের দাম কমেছে লিটারে ১.৫৩ টাকা।

মঙ্গলবার মধ্যরাত থেকেই এই হ্রাস পাওয়া দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। গত ৫ নভেম্বরই পেট্রোলের দাম ৮৯ পয়সা বেড়েছিল। গত সেপ্টেম্বরের পর থেকে সেবার মিলিয়ে ষষ্ঠবার দাম বাড়ে।

#Note বাতিল বিতর্কের মাঝেই পেট্রোল ও ডিজেলের দাম কমল

ওদিকে একমাসে পরপর তিনবার দাম বেড়েছিল ডিজেলরও। শেষবার বাড়ে লিটারে ৮৬ পয়সা।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, প্রতিবারের মতো এবারও আন্তর্জাতিক বাজারেই দাম কমা ও মুদ্রার মূল্যে ওঠানামার জেরেই এই মূল্য হ্রাস হয়েছে।

এই মূল্য হ্রাসের ফলে লিটার প্রতি দিল্লিতে ৬৫.৯৩ টাকা, কলকাতায় ৬৮.৬৭ টাকা, মুম্বইয়ে ৭২.২৯ টাকা ও চেন্নাইয়ে ৬৫.৪১ পয়সা ধার্য হয়েছে।

অন্যদিকে ডিজেলের ক্ষেত্রে এই চার মেট্রো শহরে লিটার প্রতি দাম ধার্য হয়েছে যথাক্রমে দিল্লিতে ৫৪.৭১ টাকা, কলকাতায় ৫৬.৯৫ টাকা, মুম্বইয়ে ৬০.৩২ টাকা ও চেন্নাইয়ে ৫৬.২৪ টাকা।

English summary
Petrol price cut by Rs 1.46 a litre, diesel by Rs 1.53
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X