For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে পণ্ডিতরা না ফিরলে, শান্তি প্রতিষ্ঠা অসম্পূর্ণ থাকবে : মেহবুবা মুফতি

কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার জন্য, কাশ্মীরি পণ্ডিতদের ফের রাজ্যে ফিরে আসার আহ্বান জানালে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

  • |
Google Oneindia Bengali News

শ্রীনগর, ২২ ফেব্রুয়ারি : কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার জন্য , কাশ্মীরি পণ্ডিতদের ফের রাজ্যে ফিরে আসার আহ্বান জানালে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গত মাসেই কাশ্মীরি পণ্ডিতদের আবারও উপত্যকায় ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে বিল পাশ হয় কাশ্মীর বিধানসভায়। তারপর মেহবুবার এই ধরনের বার্তায় যথেষ্ট তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে।[কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরাতে আরও একধাপ এগোলো জম্মু-কাশ্মীর সরকার]

কাশ্মীরে এক অনুষ্ঠানে শিবরাত্রি পালনের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মেহবুবা মুফতি জানান, কাশ্মীরে শান্তি ততদিন প্রতিষ্ঠিত হবে না, যতদিন না কাশ্মীরি পণ্ডিতরা উপত্যকাকে নিজেদের বসবাসের যোগ্য মনে করছেন। যতদিন তাঁরা আবার কাশ্মীরে ফিরে না আসছেন , ততদিন কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার কাজ পূর্ণ হবে না। কাশ্মীরের জাগতি ক্যাম্পের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।[মেহবুবা মুফতির সঙ্গে দেখা করায় কেন টুইটারে ক্ষমা চাইলেন 'দঙ্গল' কন্যা জাইরা ওয়াসিম!]

কাশ্মীরে পণ্ডিতরা না ফিরলে, শান্তি প্রতিষ্ঠা অসম্পূর্ণ থাকবে : মেহবুবা মুফতি

এছাড়াও এদিন মেহবুবা মুফতি বলেন,"ভূস্বর্গে ফের কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনাই হল সরকারের পক্ষের সবচেয়ে বড় পরীক্ষা"। পাশপাশি, শিবরাত্রির দিন তিনি কাশ্মীরে শান্তির প্রতিষ্ঠার বিষয়ে সবাইকে ঈশ্বরের কাছে প্রার্থনার আহ্বান জানান।[কাশ্মীর অশান্তির জন্য দায়ী পাকিস্তান, সাফ জানালেন মেহেবুবা মুফতি]

এখানেই শেষ নয়, কাশ্মীরের মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, নিজের শিকড়ের টানে আবার নিজের মাতৃভূমিতে সম্মানের সঙ্গে ফিরে আসা খুবই প্রয়োজন । পাশপাশি তিনি বলেন, পণ্ডিতরা কাশ্মীর ছেড়ে চলে যাওয়ায় পিছিয়ে পড়েছে রাজ্য। এর আগে, সেরাজ্যে আবার উদ্বাস্তু কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনতে জমি চিহ্নিতকরণ করা হয়। পণ্ডিতদের কাশ্মীরে আবারফিরিয়ে আনতে, তাঁদের বাসস্থান নির্মানের কাজ কিছুদিন আগেই শুরু করেছে কাশ্মীর প্রশাসন।[এই রাজ্যে উত্তোলনের সময়ে পোস্ট থেকে খুলে পড়ল জাতীয় পতাকা!]

English summary
Peace Incomplete If Kashmir Pandits Don't Feel They Can Live 'Again' In Kashmir: Mehbooba Mufti.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X