For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঠানকোট হামলা: পাক তদন্তকারী দলকে তথ্যপ্রমাণ দেবে এনআইএ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ মার্চ : পাঞ্জাবেব পাঠানকোটে ঠিক কীভাবে, কোন পথে জঙ্গিরা এসে হামলা চালিয়েছিল। এই সংক্রান্ত সমস্ত তথ্য ও বর্ণনা পাকিস্তানি তদন্তকারী দলের কাছে তুলে ধরবে এনআইএ।

এদিন নয়াদিল্লিতে এনআইএ-র সদর দফতরে বৈঠকে বসার কথা রয়েছে পাকিস্তানি যৌথ তদন্তাকরী দলের আধিকারিকদের। আগামিকাল তাঁরা যাবেন পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে।

পাঠানকোট হামলা: পাক তদন্তকারী দলকে তথ্যপ্রমাণ দেবে এনআইএ

গত ২ জানুয়ারি পাঠানকোট হামলার পর ঘটনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল এনআইএ-র হাতে। ফলে যত তথ্যপ্রমাণ সব জাতীয় তদন্তকারী সংস্থার কাছেই রয়েছে। সেগুলিই একেরপর এক তুলে ধরা হবে পাকিস্তানি তদন্তকারীদের কাছে।

এনআইএ-র তরফে ওয়ানইন্ডিয়াকে জানানো হয়েছে, পাক দলটির এই হামলা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। সেই সংক্রান্ত সমস্ত তথ্যই পাক সরকারের হাতে তুলে দেওয়া হবে। এই পদক্ষেপের ফলে দুই দেশের সরকারের নানা ইস্যুগুলি সমাধানে সুবিধা হবে বলেও মনে করা হচ্ছে।

তবে একইসঙ্গে বারবার জানানো হয়েছে যে, পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে কয়েকটি জায়গা বাদে অন্য কোথাও নিরাপত্তার স্বার্থে পাক তদন্তাকারীদের নিয়ে যাওয়া হবে না।

English summary
Pathankot probe: Pak's JIT to get NIA briefing on March 28
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X