For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঠানকোট জঙ্গি হামলা : নিরাপত্তায় গলদ ছিল, মানলেন প্রতিরক্ষামন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

পাঠানকোট, ৫ জানুয়ারি : নতুন বছরের প্রথমদিন রাতে পাঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে হওয়া জঙ্গি হামলার মূল কারণ নিরাপত্তায় গলদ থাকা। একথা এদিন সাংবাদিক বৈঠকে স্বীকার করে নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর। [পাঠানকোটে আত্মঘাতী পাক জঙ্গি হানার খুঁটিনাটি জেনে নিন]

পাঠানকোটে জঙ্গি হামলায় মোট ৭ সেনার মৃত্যু হয়েছে এবং মোট ছয় জঙ্গি মারা গিয়েছে বলে এদিন জানান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। একইসঙ্গে তিনি জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে এখনও বায়ুসেনা ঘাঁটিতে অপারেশন চলছে।

পাঠানকোট জঙ্গি হামলা : নিরাপত্তায় গলদ ছিল, মানলেন পার্রিকর

বস্তুত, নতুন বছরকে সামনে রেখে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে জঙ্গিদের একটি দল ভারতে ঢুকেছে এবং তারা পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালাতে পারে। এমন নির্দিষ্ট তথ্যই কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি বারবার জানিয়েছিল। [আইবি-র সতর্কবাণী সত্ত্বেও এড়ানো গেল না পাঞ্জাবে জঙ্গি হামলা]

অথচ সেইসমস্ত তথ্যকে যথাযথ গুরুত্ব না দেওয়াতেই জঙ্গিরা বায়ুসেনা ঘাঁটির মতো সুরক্ষিত জায়গায় ঢুকে পড়তে পেরেছিল বলে অভিযোগ উঠেছে।

এদিন খামতির কথা স্বীকার করে নিলেও সেনা জওয়ানদের প্রশংসা করেন পার্রিকর। মূলত সেনা ও এনএসজির উদ্যোগে জঙ্গিরা বড়সড় নাশকতা ঘটাতে সক্ষম হয়নি বলে দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী।

তিনি আরও জানান, বায়ুসেনা ঘাঁটিতে অনেক সাধারণ মানুষ ছিলেন। তার পাশাপাশি বায়ুসেনার নানা গুরুত্বপূর্ণ জিনিস ছিল এই ঘাঁটিতে। জঙ্গিদের প্রত্যেকের কাছে অনেক বিস্ফোরক ছিল। সেসবকিছুকে মাথায় রেখেই সেনাদল সবকিছুর সফলভাবে মোকাবিলা করেছে।

English summary
Pathankot attack: There were gaps in operation, says Defence Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X