For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে এবার পুলিশি যাচাই প্রক্রিয়ার কাজ আরও সহজ হল

অনেক সময়েই পাসপোর্ট ইস্যু করাতে গেলে দেরি হয় পুলিশ ভেরিফিকেশনের জন্য। তবে এবার থেকে সেই দেরি হওয়ার সমস্যা আর থাকবে না।

  • |
Google Oneindia Bengali News

অনেক সময়েই পাসপোর্ট ইস্যু করাতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই দেরি হয় পুলিশ ভেরিফিকেশনের জন্য। পুলিশি যাচাই ছাড়া পাসপোর্ট ইস্যুও হয় না। তাই গোটা প্রক্রিয়াতে এই পর্যায়ে এসে ঠোক্কর খেতে হয় অনেককেই। তবে এবার থেকে সেই দেরি হওয়ার সমস্যা আর থাকবে না।

পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে এবার পুলিশি যাচাই প্রক্রিয়ার কাজ আরও সহজ হল

খুব শিগিগিরিই পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে অনলাইনে পুলিসি যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু হবে। উল্লেখ্য, দেশে যত অরপরাধ মূলক কাজ হয়েছে তা জাতীয় স্তরের ডেটাবেস-এ নিবদ্ধকরণের জন্য এক প্রক্রিয়া চালু হয়েছে। যা অনলাইনে করা হচ্ছে। সেই কাজে এবার থেকে সংযুক্ত হবে পাসপোর্ট -এর পুলিশি ভেরিফিকেশনের প্রক্রিয়াও।

জাতীয় ডিজিটাল পুলিশ পোর্টাল এবার স্টেট পুলিশ সিটিজেন পোর্টালের সঙ্গে সংযুক্ত করা হবে। এর ফলে অনলাইনে পুলিশি ভেরিফিকেশনের তথ্য মিলবে। এছাড়াও সেই পোর্টালে জানা যাবে দেশে অপরাধের পরিসংখ্যান এবং বিশ্লেষণও। প্রধানমন্ত্রী মোদীর "মিনিমাম গর্ভনমেন্ট ,ম্যাক্সিমাম গর্ভনান্স" -এর ডাকে সাড়া দিয়ে এই উদ্যোগ বলে মনে করা হয়। ই- কোর্টস ও ই- প্রিজন নমের সফটওয়্যার দিয়ে চালু করা হচ্ছে এই পোর্টালগুলি।

English summary
The delays in issuing passports due to lack of timely verification by the police will have a solution soon. The police verification would soon be done through an online process.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X