For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনে বসে অর্ডার করলেই সফরকালে পৌঁছে যাবে পিৎজা-বার্গার, কী করে করবেন অর্ডার জেনেনিন

ভাত, ডাল রুটিতে অরুচি? কিংবা পছন্দ নয়, ট্রেনের 'প্যান্ট্রি'র খাওয়া ? তাহলে যদি ইচ্ছে থাকে, তো রাজধানী , শতাব্দীর মতো ট্রেনে বসেই পেতে পারেন KFC , ম্যাকডেনাল্ডস-এর পিৎজা কিংবা বার্গার।

  • |
Google Oneindia Bengali News

ভাত, ডাল রুটিতে অরুচি? কিংবা পছন্দ নয়, ট্রেনের 'প্যান্ট্রি'র খাওয়া ? তাহলে যদি ইচ্ছে থাকে, তো রাজধানী , শতাব্দীর মতো ট্রেনে বসেই পেতে পারেন KFC , ম্যাকডেনাল্ডস এর পিৎজা কিংবা বার্গার। এবার যাত্রী পরিষেবার সুবিধার্থে এরকমই ব্যবস্থা করছে ভারতীয় রেল।

যাত্রীদের বিলাসে রেলের সপরের জন্য কেএফসি, ডমিনোজ, ম্যাকডনাল্ড, হলদিরামের মতো সংস্থার সঙ্গে গাঁট ছড়া বাঁধতে চলেছে ভারতীয় রেল। বৃহস্পতিবার থেকেই এই পরিষেবা চালু হয়েছে।

 ফোন থেকে মেসেজ করে কীভাবে বুক করবেন খাবার?

ফোন থেকে মেসেজ করে কীভাবে বুক করবেন খাবার?

যদি কোনও ব্যক্তি মনে করেন যে ট্রেনে বসে খাবার অর্ডার দেবেন। তাহলে মোবাইলের মাধ্যমেই তা করতে পারেন। সেক্ষেত্রে মোবাইলের টেক্সট মেসেজ -এ গিয়ে PNR নম্বর লিখে তাতে 'MEAL' শব্দটি লিখে নিয়ে ১৩৯ -এ পাঠিয়ে দিতে হবে। এরপরই নিজের পছন্দ মতো খাবারের অর্ডার দিতে পারবেন । অর্ডার OTP দ্বারা নিশ্চিত করা হবে। খাবার ডেলিভারির সময়ে খাবারের মূল্য দিতে পারবেন যাত্রী।

ফোনে কল করেও দেওয়া যাবে অর্ডার

ফোনে কল করেও দেওয়া যাবে অর্ডার

ফোনে কল করে যদি কেউ খাবার অর্ডার দিতে চান, তাহলে 1323 নম্বরে ফোন করে অর্ডার প্লেস করতে পারেন। তারপরই যাত্রী একটি OTP পাবেন , যখানে থেকে খাবার অর্ডারের বিষয়ে নিশ্চিত করা হবে। এই OTP টি সএমএস এর মাধ্যমে আসবে।

ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেবন খাবার

ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেবন খাবার

ecatering.irctc.co.in এই ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন খাবার। এক্ষেত্রেও দিতে হবে PNR নম্বর। তারপরই অপশন আসবে স্টেশনের, যে সফরকালে কোন স্টেশন থেকে নিতে চান খাবার, তারপরই সেই অনুযায়ী খাবার পৌঁছে দেওয়া হবে যাত্রীকে।

এর আগেও চলেছে এই আয়োজন

এর আগেও চলেছে এই আয়োজন

গতবছর জুন মাসে পাটনা রাজধানী, দিল্লি- মুম্বই অগাস্ট ক্রান্তি রাজধানী সহ আরও বেশ কয়েকটি ট্রেনে ৪৫ দিনের জন্য এই প্রকল্পের একটি পরীক্ষা মূলক ব্যবস্থা নেওয়া হয়। সেটি সফল হওয়ার পরই এই প্রকল্পকে বাস্তবায়িত করা হয়।

বৃহস্পতিবারের পরিষেবা কেমন ছিল ?

বৃহস্পতিবারের পরিষেবা কেমন ছিল ?

খবর, লুধিয়ানা থেকে শতাব্দী এক্সপ্রেসের ‌যাত্রীরা এদিন ডমিনোজের পরিষেবাই পেলেন। কেএফসি, ম্যাকডোনাল্ড এখনও তাদের সরবারহ এখনও শুরু করেনি।

English summary
In a bid to provide passengers with high-class amenities, Indian Railways has tied up with food chains to deliver food to passengers on their train seat. Beginning June 15, passengers onboard Rajdhani and Shatabdi trains can pre-order their favourite fast food. Indian Railways has tied up with food chains such as Domino’s, KFC, McDonald’s and Sagar Ratna, Switz Foods, Only Alibaba, Haldiram, Bikanerwala, Nirula’s and Pizza Hut to provide comfort to passengers with their favourite meal during long travel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X