For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্যানকার্ড' পেতে , আয়করের টাকা জমা দিতে ,আসছে নতুন 'অ্যাপ'

এবার স্মার্টফোনের একটা 'টাচেই' আপনি হাতে পেয়ে যেতে পারেন 'প্যাান কার্ড'। একই ভাবে জমা দিতে পারবেন আয়করের টাকা। আয়কর বিভাগের বিশেষ একটি অ্যাপের মাধ্যমে হতে চলেছে এই কাজ।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি : এবার স্মার্টফোনের একটা 'টাচেই' আপনি হাতে পেয়ে যেতে পারেন 'প্যাান কার্ড'। একই ভাবে জমা দিতে পারবেন আয়করের টাকা। আয়কর বিভাগের বিশেষ একটি 'অ্যাপে'র মাধ্যমে হতে চলেছে এই কাজ।[কম নগদ লেনদেনেও এবার বাধ্যতামূলক হতে চলেছে PAN কার্ড!]

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস-এর তরফে জানানো হয়েছে, তারা প্যান কার্ড দেওয়ার জন্য,আধার কার্ডের ই- কেওয়াইসি সুবিধার সাহায্য নিচ্ছে তারা। এই পদ্ধতি সম্পন্ন হচ্ছে বায়োমেট্রিক উপায়ে। যেখানে গ্রাহক নিজের ব্যক্তিগত তথ্য যাচাই করে নিতে পারবেন মোবাইলে বুড়ো আঙুলের ছাপ দিয়েই।[বদলে যাচ্ছে প্যান কার্ডের চেহারা, জাল করা যাবে না সহজে!]

'প্যানকার্ড' পেতে , আয়করের টাকা জমা দিতে ,আসছে নতুন 'অ্যাপ'

সিম কার্ড যদি ই -কেওয়াইসি পদ্ধতিতে দেওয়া যায় তাহলে প্যান কার্ডের ক্ষেত্রেও তা চালু করতে পারা যাবে। প্রথমের কয়েকটি সপ্তাহে এই পদ্ধতিতে প্যান -এর কাজের জন্য পাঁচ থেকে ছয় মিনিট লাগবে। পরের দিকে তা অনেক সহজে হয়ে যাবে। প্রথমে 'প্য়ান নম্বর' দেওয়া হবে গ্রাহককে, পরে তিনি কার্ড হাতে পাবেন বলে জানা গিয়েছে।[আধারের ডিজিটাল সইয়ের মাধ্যমে কীভাবে অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করবেন?]

কেন্দ্রীয় কর্পোরেট অ্যাফেয়ার মন্ত্রক ও সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সংঘবদ্ধভাবে ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থায় একটিমাত্র ফর্ম পূরণের মাধ্যমেই ৪ ঘন্টায় প্যানকার্ড দেওয়ার কাজ শুরু করেছে। এছাড়াও একটি আলাদা অ্যাপ তৈরি করতে চলছে আয়কর বিভাগ, যাতে গ্রাহকদের পরিষেবা দিতে আরও বেশি সুবিধা হবে।

English summary
You may soon be able to get a permanent account number in minutes and also pay income tax through your smartphone.As part of its drive to make life easy for taxpayers, the Central Board of Direct Taxes is working on issuing PAN on a real-time basis using Aadhaar's e-KYC facility.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X