For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একটানা তিনদিন পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই শেষে নিকেশ ২ জঙ্গি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

শ্রীনগর, ১২ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের পাম্পোরে একটি সরকারি বিল্ডিংয়ে জঙ্গিরা ঢুকে লুকিয়ে রয়েছে। এই খবর পাওয়ার পরই তাদের নিকেশ করতে এনকাউন্টারে নামে সেনা। প্রায় ৫৭ ঘণ্টা ধরে গুলির লড়াইয়ের পরে ২ জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। ['ভারতের অংশ নয় কাশ্মীর', চিনে তৈরি 'গ্লোব' দেদার বিকোচ্ছে কেরলে]

শ্রীনগর থেকে পাম্পোরের দূরত্ব মেরেকেটে ১৫ কিলোমিটার। সেনার দল ঘুরিয়ে ফিরিয়ে একটানা তিনদিন লড়াই চালিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। প্রথমে জানা গিয়েছিল মোট তিনজন জঙ্গি রয়েছে সরকারি ওই বিল্ডিংয়ে। তিনদিন পরে ২জনকে নিকেশ করার পরে ভিতরে ঢুকে খান্নতল্লাশি চালায় সেনা। তবে কাউকেই আর পাওয়া যায়নি। ফলে অপারেশন মোটামুটি শেষ বলেই ঘোষণা করা হয়েছে। [সার্জিক্যাল অ্যাটাকে মান খুইয়ে এখন মিথ্যা প্রলাপ বকছে পাকিস্তান]

একটানা তিনদিন পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি

এই জঙ্গিরা যে সরকারি বিল্ডিয়ে লুকিয়ে ছিল সেখানে কাশ্মীরের যুবকদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। জঙ্গিদের নিকেশ করতে রকেট, মেশিনগান এমনকী বিস্ফোরকের ব্যবহারও করা হয়। [ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]

জানা গিয়েছে, সেনা-জঙ্গি লড়াইয়ে এক সেনা জওয়ান আহত হন। তারপরই স্পেশ্যাল ফোর্স মোতায়েন করা হয়। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ফিরে আসা সেনার অনেকে এই ফোর্সের অংশীদার ছিলেন। তারাই অপারেশন সফল করেছেন। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা?]

বিল্ডিংয়ের ভিতরে বাঙ্কার বানিয়ে সেনার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার চেষ্টা করছিল জঙ্গিরা। তবে ভিতরে কেউ পণবন্দি ছিল না বলেই সেনা জানিয়েছে। কারণ উপত্যকায় অশান্তির জেরে গত তিনমাস ধরে এখানে পঠনপাঠন বন্ধ রয়েছে।

সোমবার ভোর ৬টা ৩০ মিনিট থেকে জঙ্গিরা এই বাড়িতে লুকিয়ে ছিল। তখন থেকেই চলছিল সেনা-জঙ্গি লড়াই। অবশেষে ফের সাফল্য পেল ভারতীয় সেনা।

English summary
Pampore Encounter Enters Day 3, One Terrorist Killed, Says Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X