For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরের সেনা ঘাঁটিতে গুলিবর্ষণ পাকিস্তানের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

জম্মু, ৪ অক্টোবর : ভারত-পাকিস্তান সীমান্তে ওপার থেকে একেরপর এক আক্রমণ চলছে। ফের একবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গোলাবর্ষণ করল পাকিস্তান। সেনা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় মর্টার শেল ফাটিয়ে ও স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি বর্ষণ করা হয়েছে। [উর্দুতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি নিয়ে পাকিস্তান থেকে উড়ে আসা পায়রা আটক]

নৌসেরা সেক্টরে কোনওরকম প্ররোচনা ছাড়াই পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে ভারতীয় সেনা দাবি করেছে। মোট তিনটি জায়গায় সকাল ৫টা নাগাদ গোলাগুলি চালানো হয়। এমনটাই জানিয়েছেন সেনার তরফে লেফটেন্যান্ট কর্নেল মনীশ মেহতা। [বারামুল্লার সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, জেনে নিন সমস্ত আপডেট]

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন, সীমান্তে হামলা পাকিস্তানের

তিনি বলেন, ছোট স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার হামলা চালিয়েছে পাকিস্তান। এই ঘটনার পরই ভারতীয় সেনার তরফে যোগ্য জবাব দেওয়া হয়েছে। ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে। [সার্জিক্যাল অ্যাটাকে মান খুইয়ে এখন মিথ্যা প্রলাপ বকছে পাকিস্তান]

জম্মু থেকে উত্তর-পশ্চিমে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত রাজৌরি। সেখানকার ইনস্পেক্টর জেনারেল জনি উইলিয়ামস বলেন, ঝানগড়, কলসিয়ান ও মাকরিতে সেনার তিনটি পোস্টে হামলা চালানো হয়েছে। গোটা পরিস্থিতির উপরে লক্ষ্য রাখা হচ্ছে। কোনও সমস্যা হলে গ্রামবাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে আনা হবে। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]

জানা গিয়েছে, বর্তমান সময়ে দু'পক্ষই সীমান্তে গোলাবর্ষণ করছে। পাকিস্তান মর্টার হানা করলে যোগ্য জবাব দিচ্ছে ভারতও। মঙ্গলবারের গোলাবর্ষণ ধরলে সার্জিক্যাল স্ট্রাইকের পরে মোট ৬ বার সীমান্তে হামলা চালাল পাকিস্তান।

English summary
Pakistan violates ceasefire again, fires at three army posts in Jammu’s Rajouri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X