For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের আকাশ থেকে পাক বিমানকে এসকর্ট করল 'র‌্যাফ'

নাশকতার হাত থাকার সন্দেহে হিথরো যাওয়ার পথে ব্রিটেনের স্ট্যান্ডস্টেড বিমানবন্দরে তড়িঘড়ি অবতরণ করানো হয় পাকিস্তানের বিমান পিকে৭৫৭ -কে।

  • |
Google Oneindia Bengali News

লন্ডন, ৮ ফেব্রুয়ারি : হিথরো যাওয়ার পথে ব্রিটেনের স্ট্যান্ডস্টেড বিমানবন্দরে তড়িঘড়ি অবতরণ করানো হয় পাকিস্তানের বিমান পিকে৭৫৭ -কে। বিমানটি লহোর থেকে হিথরো যাচ্ছিল বলে খবর। সূত্রের খবর, সন্ত্রাসবাদের আঁচ পেয়ে ব্রিটেনের আকাশসীমার মাঝপথ থেকেই বিমানকে ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স বা র‌্যাফ -এর যুদ্ধবিমান দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় স্ট্যান্ডস্টেড বিমানবন্দরের দিকে।

জানা গিয়েছে, বিমানে কোনও এক ব্যক্তি অস্বাভাবিক আচরণ করছিলেন। যা নাশকতামূলক ইঙ্গিতবাহী ছিল বলে ধারণা হয় সংশ্লিষ্ট ব্রিটিশ প্রশাসনের। তড়িঘড়ি সতর্কতা জারি করে তারা। ব্রিটেনের আকাশসীমার মধ্যেই সেদেশের রয়্যাল এয়ার ফোর্স বা র‌্যাফ -এর দুটি যুদ্ধবিমান তখনই ফ্লাইট পিকে৭৫৭- কে এসকর্ট করে নিয়ে যায় এসেক্সের স্ট্যান্ডস্টেড বিমানবন্দরে।

ব্রিটেনের আকাশ থেকে পাক বিমানকে এসকর্ট করল 'র‌্যাফ'

পরে ব্রিটিশ প্রশাসনের তরফে জানানো হয়, পাক বিমানে অস্বাভাবিক আচরণকারী ওই ব্যক্তির তরফে নাশকতামূলক সেরকম কিছু তথ্য পাওয়া যায়নি। ব্রিটেনের এসেক্স পুলিশের তরফেও একথা জানানো হয়েছে। এর আগে ব্রিটেন পুলিশের তরফে বিমানের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে দাবি সূত্রের।

গোটা ঘটনায়, বিমানের দিক ঘুরিয়ে এধরনের অবতরণে অন্য় কোনও বিমানের সময়সূচিতে প্রভাব পড়েনি। অন্যদিকে, ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, 'বিশেষ কারণ' বসত এই অবতরণ ঘটিয়েছে ব্রিটেন। তবে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, ব্রিটিশ প্রশাসন একটি ভুয়ো ফোনে, নাশকতা ঘটানোর বার্তা পেয়েই বিমানের এই অবতরণ ঘটতে বাধ্য হয়েছে।

English summary
A Pakistan International Airlines (PIA) flight was escorted to Stansted airport by fighter jets.Two fighter jets of Royal Air Force (RAF) located the flight in mid-air and escorted it to Stansted airport in Essex.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X