For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উরি হামলা: ধৃত ২ পাক কিশোরের মুক্তি ?

উরি হামলায় ধৃত ২ পাক কিশোরকে সন্ত্রাসবাদ চালানোর অভিযোগ থেকে মুক্তি দেওয়া হতে পারে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি: গতবছর কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ভারতের মাটিতে সন্ত্রাস ও নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিল ২ পাকিস্তানি কিশোর। জানা গিয়েছে ওই ২ পাকিস্তানি কিশোরকে 'সন্ত্রাস ও নাশকতা চালানোর'এই গুরুতর অভিযোগ থেকে মুক্তি দেওয়া হতে পারে। তারা আইনের অন্য লঘু ধারায় অভিযুক্ত হবে বলে খবর।[ইরাকে আইএস পতনের ইঙ্গিত?]

অবৈধ ভাবে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তাদের বিরুদ্ধে দায়ের করা হবে। ধৃতরা নাবালক হওয়ায় তাদের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে নেওয়া হচ্ছে হচ্ছে। সরকারি এক আমলা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]

উরি হামলা: ধৃত ২ পাক কিশোরের মুক্তি ?

ওই ২ কিশোর পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ- ঈ- মহম্মদ -এর সঙ্গে যুক্ত বলে খবর। এরা ভারত পাক সীমান্তে মানুষকে সীমান্ত পারাপার করতে সাহায্য করত বলে অভিযোগ। ঘটনার পর উরির কাছে সেনার টহলদারির সময় তাদের ধরা হয়।[২০০-র বেশি জঙ্গি সক্রিয় রয়েছে কাশ্মীরে, সংসদে জানাল খোদ কেন্দ্র]

যদিও তারা সীমান্তে যে জঙ্গিদের পার করতে সাহায্য করত তা প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য এখনও হাতে আসেনি তদন্তকারীদের। ধৃতদের মধ্যে খুরশিদ নামের এক কিশোর পাকিস্তানের খালিনা কালানের বাসিন্দা অন্যজন আওয়ান পাকিস্তানের পোট্টাহা জাহাঙ্গিরের বাসিন্দা। এদিকে পাকিস্তানের তরফে জানানো হয়েছে ওই দুই কিশোরকে পাকিস্তানে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।['সন্ত্রাসের সবচেয়ে বেশি শিকার হয়েছে পাকিস্তানই, হাত রয়েছে ভারতের']

English summary
two Pakistani teenagers, arrested for their alleged involvement in the terror attack on an Army camp in Uri last year, are likely to be cleared of terrorism charges, a senior government official told
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X