For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধুমাত্র অসৎ ব্যক্তিদেরই পদ্ম পুরস্কার দেওয়া হয় : শরদ যাদব

Google Oneindia Bengali News

মুম্বই, ১২ এপ্রিল : পদ্ম পুরস্কার শুধুমাত্র 'অসৎ' এবং সমাজের উচ্চস্তরের মানুষদের দেওয়া হয়ে থাকে। তাই সমাজসচেতন মনষ্ক মানুষের উচিত এই সম্মানকে পদদলিত করা। সংযুক্ত জনতা দলের নেতা শরদ যাদবের এহেন মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।

মুম্বইয়ে এক অনুষ্ঠানে শরদ যাদব বলেন, "সমাজবাদী মানুষদের উচিত পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ সম্মানকে পদদলিত করা। এই পুরস্কার শুধুমাত্র সেই মানুষদের দেওয়া হয় যারা অসৎ। সমাজের উচ্চস্তরের মানুষদেরই শুধু এসম্মান দেওয়া হয়।"

শুধুমাত্র অসৎ ব্যক্তিদেরই পদ্ম পুরস্কার দেওয়া হয় : শরদ যাদব

শরদ যাদব প্রশ্ন তোলেন একজন দলিত, আদিবাসী বা কৃষক ব্যক্তিত্ব তো এবছরের পদ্ম পুরস্কারপ্রাপ্তদের তালিকায় নেই। এবং যা তিনি বলেছেন তা নিয়ে কোনও আক্ষেপ নেই বলেও মিডিয়াকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যাদব।

যাদব বলেন, "আমি শুধু এটুকুই বলছি, একজন দলিত, আদিবাসী বা কৃষক ব্যক্তিত্ব তো এবছরের পদ্ম পুরস্কারপ্রাপ্তদের তালিকায় নেই। শুধু এবছর নয়, এটা হয়ে আসছে গত ৬৮ বছর ধরেই।

সম্প্রতি সংসদে দক্ষিণ ভারতীয় মহিলাদের রং নিয়ে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছিলেন। গায়ের রংয়ের বিচারে ভেদাভেদ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি দক্ষিণ ভারতীয় মহিলাদের গায়ের রংয়ের প্রসঙ্গ তোলেন। আর যাদবের এই মন্তব্য ঘিরেই উত্তাল হয়েছিল সংসদ।

English summary
Padma Awards Given Only to 'Dishonest' People, Says Sharad Yadav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X