For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) এনডিএ সরকারের বর্ষপুর্তিতে খোলা চিঠিতে যা বললেল নরেন্দ্র মোদী

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ মে : ১৯৮৪ সালের পর ২০১৪। রাজীব গান্ধীর পর নরেন্দ্র মোদী। ৩০ বছর পর, এই প্রথম কোনও রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতে সরকার গঠন করেছে। আর তার প্রধান হয়েছেন অকংগ্রেসী কেউ, বিজেপির নরেন্দ্র মোদী। [স্মৃতিচারণ : ১ বছর আগে এই দিনেই মোদী ঝড়ে ভারত হয়েছিল গেরুয়া!]

২০১৪ লোকসভা ভোটের মাস তিনেক আগে পর্যন্ত কেউ স্বপ্নেও ভাবতে পারেননি, কেন্দ্রে গেরুয়া ঝড়ে তছনছ হয়ে যাবে কংগ্রেসের সাম্রাজ্য। আর তার প্রধান কাণ্ডারী ওই একজনই, নরেন্দ্র মোদী। তাঁর নেতৃত্বেই গত লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল ২৮২টি আসন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দখল করেছিল ৩৩৪ টি আসন।

তারপর থেকে শুরু করে পেরিয়ে গেল গোটা একটা বছর। প্রবল গতিতে দৌঁড়ে চলেছে নরেন্দ্র মোদীর অশ্বমেধের ঘোড়া। একবছর প্রধানমন্ত্রীর চেয়ারে বসার বর্ষপুর্তিতে কী বললেন মোদী তা জানতে ক্লিক করুন নিচের স্লাইডে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের অন্যতম নীতি হিসাবেই রয়েছে "সেবা পরম ধর্ম"-এর কথা। এক বছর পূর্বে আপামর দেশবাসী অর্থাৎ আপনারা আমার উপরে ভরসা করে দেশ সেবার সুযোগ করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমিও আপনাদের আশীর্বাদ মাথা পেতে নিয়ে দিনের প্রতিটা মুহূর্ত, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে চলেছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমরা এমন একটা সময়ে ক্ষমতায় এসেছি যখন কেন্দ্রীয় সরকারের উপর থেকে মানুষের ভরসা প্রায় চলে যেতে বসেছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কান পাতলেই শুধু শোনা যেত দুর্নীতি ও সরকারের নীতি পঙ্গুত্বের নানান কাহিনি। চলজলদি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সেইসময় আবশ্যক হয়ে পড়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমরা সরকারে আসার পর সেই নানা ফাঁকফোকড়গুলিকেই খুঁজে বের করি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, অর্থনীতিকে চাঙা করতে নানা পদক্ষেপ করা, স্বচ্ছ সরকার গড়া ইত্যাদি বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এছাড়াও কালো টাকা ইস্যুতে কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। সিট গঠন করে কালো টাকার বিরুদ্ধে কড়া আইন তৈরি করা হয়েছে। দুর্নীতি মুক্ত সরকার গড়ার প্রয়াস কার্যকর করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে রাজ্য সরকারগুলিও দেশ গড়ার কাজে হাত মিলিয়েছে। সবার সাহায্যেই ভারত গড়ার কাজে হাত লাগিয়েছে কেন্দ্র। সবচেয়ে বড় কথা, আমরা সরকারের উপর আস্থা ফিরিয়ে আনতে পেরেছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমাদের সরকার গরীবের সরকার, পিছিয়ে পড়া বর্গের সরকার। আমরা চেষ্টা করছি যাতে সমাজের বঞ্চিত শ্রেণিকে উপরে তুলে এনে ভারত গড়ার কাজে লাগানো যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এই এক বছরে বহু পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামে গ্রামে শৌচাগার তৈরি করা থেকে শুরু করে আইআইটি, আইআইএম, এআইএমএস তৈরি করার পরিকল্পনা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরপ করে জনধন যোজনা, অটল পেনশন স্কিম ইত্যাদি আমাদের সরকারের উল্লেখযোগ্য সাফল্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গরির পিছিয়ে পড়া শ্রেণিকে ব্যাঙ্কিং সিস্টেমের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা সফল হয়েছে। গ্রামের কোটি কোটি মানুষ এখন ব্যাঙ্কের সঙ্গে সরাসরি যুক্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে বিশেষ জোর দিয়েছে আমাদের সরকার। কারণ এই অংশ এগিয়ে না এলে সামগ্রিকভাবে ভারতের উন্নতি সম্ভব হবে না। আমাদের সরকার গুরুত্ব দিয়ে এই অংশের উন্নয়নে পদক্ষেপ করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমাদের পথ চলা সবে শুরু হয়েছে। দেশবাসীকে সুস্থ ও সর্বোত্তম জীবন উপহার দেওয়াই আমাদের আশু কর্তব্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আশা করি আমরা সবাই মিলে আমাদের স্বপ্নের ভারত গড়ে তুলতে পারব যে ভারতের স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার সময় প্রাণ দেওয়া ভারতীয়রা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সবশেষে ফের একবার আমি সকলের আশীর্বাদ ও সাহায্য প্রত্যাশা করছি।

জয় হিন্দ,

নরেন্দ্র মোদী

English summary
One year of Modi govt: Will build India of dreams, PM in letter to nation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X