For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনি কি জানেন, আমরা রোজ ডায়নোসরের মূত্র পান করছি! বিষয়টি বুঝতে দেখুন ভিডিওটি

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৮ মে : এরপরে যখন এক গ্লাস জল খেতে যাবেন খেয়াল রাখবেন আপনি হয়তো ডায়নোসরের মূত্র পান করছেন। গবেষণা বলছে যে জল আমরা পান করি তার প্রত্যেকটি অণুতে ডায়নোসরের শরীর থেকে নির্গত প্রস্রাব মিশে রয়েছে।

এই গবেষণাটি চালিয়েছে, সায়েন্স ইউটিউব চ্যানেল কিউরিয়াস মাইন্ড। এই তত্ত্বটির প্রমাণে একটি ভিডিও আপলোড করা হয়েছে।

আমরা রোজ ডায়নোসরের মূত্র পান করছি! বিষয়টি বুঝতে দেখুন ভিডিওটি

এই ভিডিওটিতে দেখানে হয়েছে কীভাবে এই তত্ত্ব সম্ভব তার পূর্ণ বিবরণ। পৃথিবীতে যে পরিমাণ জল রয়েছে তা লক্ষ লক্ষ বছর ধরে একই রয়ে গিয়েছে। বৃষ্টিপাতের জন্য প্রতি বছর প্রায় ১২১,০০০ কিউবিক মাইল জল পৃথিবীর মাটিতে পড়ে।

আমরা রোজ ডায়নোসরের মূত্র পান করছি! বিষয়টি বুঝতে দেখুন ভিডিওটি

মধ্যজীবীয় যুগে ডায়নোসোরদের রাজত্বকাল ছিল প্রায় ১৮৬ মিলিয়ন বছর। সেই সময়ে প্রচুর জল খেয়েছে তারা। অন্যদিকে মানুষ মাত্র ২,০০,০০০ বছর পৃথিবীতে রয়েছে। গবেষকদের মতে অধিকাংশ জলের অনুই পান করতে পারেনি মানুষ কিন্তু জলের প্রত্যেকটি অণু ডায়নাসোর পান করেছে। এবং আমরা যে জল রোজ খাই সেই জলের মধ্যে অণুর সিংহভাগটাই ডায়নাসোরের প্রস্রাবের মাধ্যমে পৃথিবীতে ফিরে এসেছে।

দেখুন ভিডিওটি

English summary
We are drinking dinosaur's urine everyday! Watch video to understand the fact
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X