For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সঙ্গে কোনও চুক্তি নয় বললেন ওমর আবদুল্লা, পিডিপির সঙ্গে আলোচনায় গেরুয়া দল

Google Oneindia Bengali News

শ্রীনগর, ২৬ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরে সরকার গঠন নিয়েতার দল বিজেপির সঙ্গে কোনও কথা বলছে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন ওমর আবদুল্লাহ। এদিকে, বিজেপি ন্যাশনাল কনফারেন্সের সবচেয়ে বড় বিরোধী দল পিডিপির সঙ্গে আলোচনা শুরুও করে দিয়েছে।

বৃহস্পতিবার দিন টুইট করে ওমর আবদুল্লা বলেন, বিজেপি-এনসি চুক্তি নিয়ে নানা গল্প শোনা যাচ্ছে। আমি বলতে চাই, নাতো কোনও চুক্তি হয়েছে নাতো কোনও আলোচনা চলছে। জম্মু ও কাশ্মীরের নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, যে, বিজেপি নেতৃত্বাধীন সরকারে সমর্থন দিতে পারে এনসি। আসলে বিজেপি এবার দুর্ধর্ষ লড়াই দিয়ে জম্মু-কাশ্মীরে ২৫টি আসন জিতেছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার (৪৪ আসন) সংখ্যা থেকে অত্যন্ত কম।

যারা পিডিপির সঙ্গে আলোচনা শুরু করেছে সেই বিজেপির সঙ্গে কোনও চুক্তি নয়: ওমর আবদুল্লা

এই রাজ্য থেকে সবথেকে বেশি আসন পেয়েছে পিডিপি। পিডিপির আসন সংখ্যা ২৮। অন্যদিকে এনসি পেয়েছে ১৫টি আসন। জম্মু ও কাশ্মীর থেকে বিজেপি নয়ানির্বাচিত বিধায়কদের সঙ্গে আলোচনায় বসেন। অরুণ জেটলি বলেন, মানুষের রায় বলছে বিজেপির অবশ্যই সরকারের অংশ হওয়া উচিত।

অন্যদিকে বিজেপি নেতা রাম মাধম শ্রীনগরে গিয়ে সিনিয়র পিডিপি নেতা মুজাফ্ফর হুসেন বেগের সঙ্গে কথা বলেন। এই প্রথম এই দুই দলের মধ্যে সরাসরি আলোচনা হল। বেগ অবশ্য বিজেপি-পিডিপির জোটের পক্ষে হলেও তৎক্ষণাৎ কোনও সিদ্ধান্ত নেননি তিনি। আপাতত এবিষয়ে কথা বলেবেন পিডিপি প্রধান মুফতি মহম্মদ সইদ।

যদিও শোনা যাচ্ছে পিডিপির অন্দরেই বিজেপি-পিডিপির এই জোট নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। অনেকে মনে করছেন বিজেপির সঙ্গে হাত মেলালে পিডিপির উপর থেকে আস্থা হারাবে মানুষ। উল্লেখ্য, বিজেপি জম্মুর হিন্দু অধ্যুষিত এলাকায় সমস্ত আসনগুলি জিতেছে যেখানে পিডিপি মুসলিম অধ্যুষিত এলাকায় আধিপত্য কায়েম করেছে।

English summary
Omar Says No Deal With BJP, Which Begins Talks with His Arch Rival PDP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X