For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করছেন ও পন্নিরসেলবম!

মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যেতে ও পন্নিরসেলবম এদিন সোমবার থেকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বসবেন। যা নিয়ে ফের একদফা নাটক চলতে পারে তামিল রাজনীতিতে। কারণ এর আগে তিনি পদত্যাগ করেছেন।

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ১৩ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী পদ নিয়ে জটিলতা অব্যাহত তামিলনাড়ুতে। এআইএডিএমকে দলের দুই যুযুধান গোষ্ঠী, ও পন্নিরসেলবম ও শশীকলা নটরাজন দুজনেই মুখ্যমন্ত্রীর পদে বসতে চান। আর এই নিয়ে গত বেশকিছুদিন ধরে জটিলতা অব্যাহত।[জয়ললিতার মৃত্যুর আগে 'শেষ বক্তব্য' নিয়ে মুখ খুললেন শশীকলা]

এরই মাঝে খবর মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যেতে ও পন্নিরসেলবম এদিন সোমবার থেকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বসবেন। যা নিয়ে ফের একদফা নাটক চলতে পারে তামিল রাজনীতিতে। কারণ এর আগে তিনি পদত্যাগ করেছেন। এবং পরে শশীকলার বিরুদ্ধে তোপ দেগে পদ ফেরতের আর্জি জানিয়েছেন রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের কাছে। সেই হিসাবেই এদিন মুখ্যমন্ত্রীর অফিসে বসবেন তিনি।[বর্তমান প্রেক্ষাপটে কোনদিকে গড়াতে পারে তামিলনাড়ু রাজনীতি? চারটি সম্ভাবনা]

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করছেন ও পন্নিরসেলবম!

যত সময় গড়াচ্ছে, পন্নিরসেলবমের পিছনে ধীরে ধীরে এআইএডিএমকে সাংসদ, বিধায়কদের ভিড় বাড়ছে। এভাবে চলতে থাকলে শশীকলা সুযোগ পেলেও যে আস্থা ভোটে জিতে সরকার গঠন করতে পারবেন সেটা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।[হোটেল বিলাস, মাসাজ, ওয়াটার স্কি-তে মজে এআইএডিএমকে বিধায়করা]

এদিকে শশীকলার দাবি যেহেতু বিধায়কদের গরিষ্ঠ অংশ তাঁর সঙ্গে রয়েছে এবং তাঁকে দলের প্রধান করা হয়েছে, ফলে সরকার গঠন করার অধিকার তাঁর রয়েছে। যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ দলের সমস্ত বিধায়কদের বিলাসবহুল রিসর্টে কার্যত আটকে রাখা হয়েছে।[শশীকলা vs পন্নিরসেলবম লড়াই : অন্য ভয়ে ত্রস্ত এআইএডিএমকে কর্মী-সমর্থকেরা]

এদিকে আস্থা ভোট হলেও কবে হবে তা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা এখনও জানাননি রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও। সম্ভবত প্রথম সুযোগ শশীকলাই পাবেন। তবে সরকারিভাবে তা নিয়ে কিছুই জানানো হয়নি।

সম্ভবত হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় কী রায় সুপ্রিম কোর্ট দেয় তার দিকেই এতদিন তাকিয়ে ছিলেন রাজ্যপাল। এই সপ্তাহেই শশীকলাকে নিয়ে রায় ঘোষণা করার কথা সর্বোচ্চ আদালতের। যদি ফের শশীকলা দোষী সাব্যস্ত হন তাহলে তিনি আর পদে বসার যোগ্য থাকবেন না। সেদিক থেকে দেখলে পন্নিরসেলবমই মুখ্যমন্ত্রী পদে বসার জন্য সবচেয়ে এগিয়ে থাকবেন। আর যদি সুপ্রিম কোর্ট শশীকলাকে নির্দোষ ঘোষণা করে তাহলে আস্থা ভোটে জিতলে তামিলনাড়ুর ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী তিনিই হবেন সন্দেহ নেই।

English summary
To show he remains in charge of Tamil Nadu, O Panneerselvam is reporting to work today at the Chief Minister's office after a week-long hiatus which has allowed a political drama of huge dimensions. Mr Panneerselvam, who took charge of the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X