For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'একদিকে ছাপা একদিকে সাদা' ৫০০ টাকার নোট বেরল ATM থেকে

কয়েকদিন আগে দেখা গিয়েছিল, এটিএম থেকে নোট বেরোচ্ছে, তবে তাতে মহাত্মা গান্ধীর সই নেই। আর এবার দেখা গেল, এটিএম থেকে ৫০০ টাকার নতুন নোট বেরল, তবে তার একদিকে ছাপা রয়েছে, আর একদিকে কোনও ছাপা নেই, পুরো সাদা।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

ইন্দোর, ১২ জানুয়ারি : কয়েকদিন আগে দেখা গিয়েছিল, এটিএম থেকে নোট বেরোচ্ছে, তবে তাতে মহাত্মা গান্ধীর সই নেই। আর এবার দেখা গেল, এটিএম থেকে ৫০০ টাকার নতুন নোট বেরল, তবে তার একদিকে ছাপা রয়েছে, আর একদিকে কোনও ছাপা নেই, পুরো সাদা।[২০২০-র মধ্যে ATM-এ কার্ডে লেনদেন বন্ধ!]

দুটি ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশে। ২ হাজারের নোটে গান্ধীর ছবি ছিল না শেওপুর এলাকায় আর এবারের ঘটনা ঘটল খারগোন এলাকায়। ঘটনাটি সামনে আসে বুধবার। খারগোনের একটি এটিএম থেকে এক ব্যক্তি ৫০০ টাকার নোট তুললে এমন একদিক ছাপা, একদিক সাদা নোট বেরোয়।[ভারত 'ক্যাশলেস' হবে, মানেন না খোদ দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কের প্রধান]

'একদিকে ছাপা একদিকে সাদা' ৫০০ টাকার নোট বেরল ATM থেকে

জনৈক ব্যক্তির নাম হেমন্ত সোনি। তিনি খারগোন জেলারই সেগাঁও গ্রামের বাসিন্দা। জানান, একটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএম থেকে ১৫০০ টাকা তিনি তুলতে যান। এটিএম থেকে তিনটি নোট বেরলে তার মধ্যে দুটি নোটের একদিকে কোনও ছাপা ছিল না।[নোট বাতিলের ২ মাস পরে চাঞ্চল্যকর বয়ান আরবিআইয়ের]

হেমন্ত সোনি সঙ্গে সঙ্গে বিষয়টি ব্যাঙ্কে জানান। তাকে নোটগুলি বদলে দেওয়া হয়। খারগোনের কারেন্সি চেস্ট ইনচার্জ পিএস পনওয়ার জানিয়েছেন, এমন মোট ৪টি নোটের খোঁজ পেয়েছি আমরা। সঙ্গে সঙ্গে তা বদলে দেওয়া হয়েছে। কোনও গ্রাহকের যাতে সমস্যা না হয় সেজন্য আমরা চেষ্টা করে চলেছি।[#Demonetisation এর পরে আয়কর ফাঁকি দেওয়া ৩-৪ লক্ষ কোটি টাকা জমা পড়েছে ব্যাঙ্কে]

English summary
Now, Rs 500 note with one printed side found in Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X