For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার হোটেলে যতক্ষণ থাকবেন, তত ঘণ্টা গুনে ভাড়া দিন

হোটেলে পুরো দিনের ভাড়া দেওয়ার ধারণা এবার বদলে যেতে চলেছে। কিছু কিছু হোটেল চেন কম সময়ের থাকার জন্য কম ভাড়া নিতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই, ১৭ এপ্রিল : হোটেলে পুরো দিনের ভাড়া দেওয়ার ধারণা এবার বদলে যেতে চলেছে। কিছু কিছু হোটেল চেন কম সময়ের থাকার জন্য কম ভাড়া নিতে চলেছে। অর্থাৎ প্রতিদিনের যা ভাড়া হয়, আপনি কয়েক ঘণ্টা থাকতে, সেই ঘণ্টার হিসাবে ভাড়া হতে চলেছে।

এই ধরনের ব্যবস্থা চালু হলে বিশেষ করে বিভিন্ন জায়গায় যাওয়া পুণ্যার্থী ও যারা কোথাও যেতে হলে ভেঙে কোনও হোটেলে রাত বা বেলা কাটিয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। তাদের ঘণ্টার হিসাবে ভাড়া দিতে হবে যা অনেকটা কম হবে।

এবার হোটেলে যতক্ষণ থাকবেন, তত ঘণ্টা গুনে ভাড়া দিন

ধরা যাক, কোনও হোটেলের ঘর ভাড়া ২৫০০ টাকা প্রতিদিন। আপনি মাত্র কয়েকঘণ্টার জন্য ঘর ভাড়া নিলে হয়ত পাঁচ ভাগের ১ অথবা ২ ভাগ টাকা দিতে হবে। ফলে অনেক টাকা সাশ্রয় হবে পর্যটক অথবা তীর্থযাত্রীদের।

বিশেষ করে রেল স্টেশন, বিমানবন্দর ও তীর্থস্থানের পাশে এমন মানুষ প্রচুর পাওয়া যায় যারা এক রাতের জন্য বা কয়েক ঘণ্টার জন্য ঘর ভাড়া নেন। সেক্ষেত্রে ভাড়াও কম হবে ও সমস্যারও সমাধান হবে।

বিভিন্ন অনলাইন হোটেল বুকিং সংস্থা বিশেষ করে দিনের বেলা ফাঁকা সময়ে কয়েকঘণ্টার বুকিং শুরু করে দিয়েছে। আগামিদিনে এই সংখ্যাটা হিহি করে বাড়বে তাতে সন্দেহ নেই।

English summary
Now, pay by hour for your hotel stay
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X