For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিল প্রসঙ্গে এখনও বিভ্রান্তি? 'ছুট্টা নেহি হ্যায়' অ্যাপ প্রচারই মুশকিল আসান

এখনও নোট বাতিল প্রসঙ্গে বহু প্রশ্ন রয়েছে, যার উত্তর এখনও সচেতনার অভাবে সবার কাছে স্পষ্ট নয়। আর তাই সাধারণ মানুষের সাহায্যার্ধে এবং সচেতনা বৃদ্ধিতে এগিয়ে এসেছে ভারতীয় মোবাইল অ্যাপ 'আওয়ারাথন'।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১১ নভেম্বর : ৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচমকা ৫০০ টাকা ও ১০০০ টাকা বাতিল করার ঘোষণায় প্রথম ঝটকায় আক্কেলগুড়ুম হয়েছিল দেশবাসীর। অধিকাংশ মোদীর এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই সাধারণ মানুষের হয়রানির প্রসঙ্গ তুলে মোদী বিরোধিতায় সরব হয়েছেন। [নোট বাতিলে কোথাও বেড়েছে ধার মেটানোর হিড়িক, কোথাও আবার খুচরো দিতে না পেরে খুলছে নতুন ধারের 'খাতা']

ব্যাঙ্কের বাইরে লম্বা লাইন, করফাঁকি দেওয়ায় আতঙ্ক, এটিএম-এর বিশৃঙ্খলা- মোদীর ঘোষণার পর কীভাবে সুষ্ঠভাবে টাকা আমা জনতার হাতে পৌঁছবে তা নিয়ে বিভ্রান্তির শেষ নেই। [এটিএম পরিষেবা চালু হলেও কলকাতা শহর-শহরতলিতে ভোগান্তির চিত্রই স্পষ্ট]

নোট বাতিল প্রসঙ্গে এখনও বিভ্রান্তি? 'ছুট্টা নেহি হ্যায়' অ্যাপ প্রচারই মুশকিলআসান

সাধারণ মানুষের বিভ্রান্তি দুর করতে গাইডলাইন দিয়েছে সরকার। কিন্তু তবুও কিছু প্রশ্ন যার উত্তর এখনও স্পষ্ট নয় অনেকেরই কাছে।

যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছেন এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, পুরো সঞ্চয়টাই ৫০০ ও ১০০০ টাকার নোটে বাড়িতে জমানো কী করণীয় তাদের? জরুরী পরিস্থিতিতে যদি নির্ধারিত পরিমানের চেয়ে বেশি টাকা প্রয়োজন হয় সেক্ষেত্রে? যদি পর্যটকরা ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে আটকে পড়েন? [২.৫ লক্ষ টাকার বেশি ব্যাঙ্কে জমা দিতে গেলে লাগতে পারে কর, আয়ের অসামঞ্জস্য হলে ২০০% জরিমানা]

এরকম বহু প্রশ্ন রয়েছে, যার উত্তর এখনও সচেতনার অভাবে সবার কাছে স্পষ্ট নয়। আর তাই সাধারণ মানুষের সাহায্যার্ধে এবং সচেতনা বৃদ্ধিতে এগিয়ে এসেছে ভারতীয় মোবাইল অ্যাপ 'আওয়ারাথন'। নতুন প্রচার শিবির শুরু করেছে তারা নামটাও বেশ মজাদারা "ছুট্টা নেহি হ্যায়"(খুচরো নেই)। সাধারণ মানুষকে এই বিষয়টি আরো ভাল করে বুঝতে সাহায্য করছে এই প্রচার। [৫০০ ও ১ হাজারের নোট বাতিল! এই সংক্রান্ত আপনার সমস্ত প্রশ্নের উত্তর পান এই প্রতিবেদনে]

'আওয়ারাথন' প্রথম স্মার্টফোন অ্যাপ যারা সামাজিক সচেতনতা নিয়েও একাধিক বিষয়ে প্রচার চালিয়েছে। এবারে অবশ্য তারা তিনদিনের প্রচার চালাচ্ছে।

English summary
Now, ‘Chhutta Nahi Hai’ app campaign help Indians to clear confusion regarding Note Scrap
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X