For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোবাইলের এই অ্যাপে অন দ্য স্পট পাওয়া যাবে আধার কার্ড, জানুন কীভাবে

পকেটে করে আধার কার্ড নিয়ে ঘোরার দিন শেষ, চলে এল এম- আধার অ্যাপ। স্মার্টফোনে এই অ্যাপ থাকলে যেখানে খুশি ডাউনলোড করে নেওয়া যাবে আধার তথ্য ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

এবার থেকে আর আধার কার্ড পকেটে নিয়ে ঘুরতে হবে না। আপনার স্মার্টফোনে শুধুমাত্র একটা অ্যাপ থাকলেই কেল্লা ফতে। এম -আধার নামে এবার একটি অ্যাপ চালু করল ইউআইডিএআই। কেন্দ্রীয় সরকারের এই সংস্থাটিই আধার নম্বর ইস্যু করে। এবার তারাই নিয়ে এল মোবাইল অ্যাপ।

কী হবে এই মোবাইল অ্যাপ দিয়ে
এই অ্যাপটি মোবাইলে থাকলে যেকোনও সময়ে আধার সংক্রান্ত বিবরণ মোবাইলেই ডাউনলোড করে নেওয়া যাবে। প্রয়োজনে নাম, ঠিকানা, বয়সের পাশাপাশি আধার কার্ডের ছবিও চলে আসবে মোবাইলের স্ক্রিনে। লক বা আনলক করা যাবে বায়োমেট্রিক তথ্যও। কেউ যদি বায়োমেট্রিক তথ্য আদান-প্রদান করতে চান তারজন্য রয়েছে কিউ আর কোড স্ক্যানও । সেক্ষেত্রে বায়োমেট্রিক লকিং সিস্টেমকে আনলক করতে হবে। তবে এই আনলকিং ব্যবস্থা সাময়িক হবে, কিছুক্ষণ পরে আপনাআপনিই আবার সেটা লক হয়ে যাবে। সেইসঙ্গে এই অ্যাপে এসএমএস বেস্ড ওয়ান টাইম পাসওয়ার্ডের পরিবর্তে টাইম বেস্ড ওয়ান টাইম পাসওয়ার্ড থাকছে । এই টিওটিপি দিনের সময় ধরে একটি পাসওয়ার্ড পাঠায়, তার মানে প্রতিটি পাসওয়ার্ডই হয় একে অপরের থেকে একেবারে আলাদা। তবে এই অ্যাপ ব্যবহার করা যাবে শুধুমাত্র রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়েই।

তবে আপাততভাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরাই এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। শীঘ্রই আইফোনের জন্যও এম-আধার অ্যাপ নিয়ে আসার কাজ চলছে। অবশ্য এই অ্যাপটি এখনও পর্যন্ত পরীক্ষামূলক স্তরেই রয়েছে। কিছুদিনের মধ্যেই অ্যাপের ভুল ভার্সন আপডেট করে নেওয়া যাবে বলে জানা গিয়েছে।

English summary
UIDAI launches news app for aadhaar called mAadhaar. This app lets you carry aadhaar card on mobile.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X