For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিও-কে টক্কর, ৩৬ টাকায় ১ জিবি ডেটা দেবে বিএসএনএল

বিএসএনএল এবার তাদের ৩জি নেট পরিষেবার মূল্য থেকে এক চতুর্থাংশ কমিয়ে দিল। তাদের স্পেশ্যাল প্যাকে তারা ১ জিবি ইন্টারনেট দেবে ৩৬ টাকায়।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : এবার রিলায়েন্স জিও- কে ব্যাবসায়িক প্রতিযোগীতায় টেক্কা দিতে মাঠে নামল বিএসএনএল। বিএসএনএল এবার তাদের ৩জি নেট পরিষেবার মূল্য থেকে এক চতুর্থাংশ কমিয়ে দিল। তাদের বিশেষ প্যাকে তারা ১ জিবি ইন্টারনেট দেবে ৩৬ টাকায়।[নিজে গাড়িতে না বসেও, গাড়ির নিয়ন্ত্রণ রাখুন দখলে: আসছে 'রিলায়েন্স জিও'-এর নতুন ডিভাইস]

ভারত সঞ্চার নিগম বা বিএসএনএল-এর তরফে তাদের বিশেষ ট্যারিফ ভাউচার-এ এবার চারগুণ বেশি ডেটা দেবে বিএসএনএল। ২৯১ টাকার প্ল্যান ভাউচার-এ তারা গ্রাহককে দিচ্ছে চারগুণ বেশি ডেটা অর্থাৎ ৮ জিবি , যা ২৮ দিনের জন্য প্রযোজ্য। আগে এই প্ল্যানে পাওয়া যেত ৪ জিবি ডেটা। অন্যদিকে ৭৮ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১ জিবির জায়গায় ২ জিবি ডেটা।[BSNL-এ মাত্র ৯৯ টাকা থেকে 'আনলিমিটেড কলিং' অফার]

জিও-কে টক্কর: ৩৬ টাকায় ১ জিবি ডেটা দেবে বিএসএনএল

এদিকে ,রিলায়েন্স জিও এবছরের মার্চের শেষ পর্যন্ত ফোর জি পরিষেবা দিচ্ছে বিনামূল্যে। যেখানে ফোর জি পরিষেবার ১ জিবি ডেটা প্রতিদিনের নিরিখে পাওয়া যাচ্ছে। যখনই এই সীমা উতরে যাবে, তখনই ইন্টারনেটের গতি নিজে থেকে কমে যাবে। এর সঙ্গে টেক্কা দিতে জিও-এর প্রতিযোগী অনেক বেসরকারি টেলিকম অপরেটররা প্রতি জিবি মোবাইল ইন্টারনেট ডেটায় দাম কমিয়ে তা ন্যূনতম ৫০ টাকায় নিয়ে এসেছে।

বিএসএনএল বোর্ড ডিরেক্টর ফর কনজিউমার মোবালিটি -এর তরফে জানানো হয়েছে, প্রিপেড মোবাইল গ্রাহকদের পরিষেবায় সব রকমের সুবিধা দেওয়াই তাদের আসল লক্ষ্য । এই পরিষেবা গ্রাহকরা পাবেন ৬ ফেব্রুয়ারি থেকে।

English summary
State-run telecom firm BSNL has slashed 3G mobile internet rates by about three-fourths, bringing down the cost of per GB data to as low as Rs. 36 under a special pack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X