For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের শ্লীলতাহানি বেঙ্গালুরুতে, প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

ফের শ্লীলতাহানির ঘটনা সামনে এলও বেঙ্গালুরুতে। দেশের প্রযুক্তিনগরী হিসাবে পরিচিতবেঙ্গালুরুতে এবার এক ২১ বছর বয়সি এইচআর কর্মীর শ্লীলতাহানি হয় বলে অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৩ জানুয়ারি :আবারও শ্লীলতাহানির ঘটনা সামনে এলও বেঙ্গালুরুতে। বর্ষবরণের রাতের এই শহরে মহিলাদের ওপর অত্যাচার ও শ্লীলতাহানির ভয়াবহ ঘটনার স্মৃতি মুছতে না মুছতেই আবারও একই ঘটনায় খবরের শিরোনামে বেঙ্গালুরু।[বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে 'গণ শ্লীলতাহানি' নিয়ে একথা বলতে পারলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী?]

দেশের প্রযুক্তিনগরী হিসাবে পরিচিত বেঙ্গালুরুতে এবার এক ২১ বছর বয়সী এইচআর কর্মীর শ্লীলতাহানি হয় বলে অভিযোগ। শহরে শ্লীলতাহানির পর পর কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্যেই। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে এই ঘটনা ঘটায়, চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।[বেঙ্গালুরু: প্রকাশ্যে মহিলার শ্লীলতাহানি, পথচারীরা নীরব দর্শক, ধরা পড়ল ভিডিও ফুটেজ]

ফের শ্লীলতাহানি বেঙ্গালুরুতে,প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

বেঙ্গালুরুর বানাসওয়াড়ি এলাকাতে দুই স্কুটার আরোহী ওই মহিলার সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ দায়ের করা হয়। এছা়ড়াও ওই মহিলার কাছে থেকে ৬ হাজার টাকা দুষ্কৃতিরা ডাকাতি করে পালায় বলেও জানা গেছে।[বেঙ্গালুরু শ্লীলতাহানিতে চাঞ্চল্যকর তথ্য, ঘটনার নেপথ্যে এই ব্যক্তি!]

প্রসঙ্গত,কিছুদিন আগেই বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে মহিলাদের ওপর শ্লীলতাহানির ঘটনায় সারা দেশেই প্রতিবাদের ঝড় বয়ে যায়। তার পরেও আবার এই ঘটনায় নতুন করে দেশের নারী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ল।[(ছবি) বেঙ্গালুরুর শ্লীলতাহানির ঘটনায় বলিউড যেভাবে প্রতিবাদ জানিয়েছে]

English summary
In a fresh case of crime against women, a 21-year-old HR executive was molested by two scooter-borne criminals.The incident was reported from Banaswadi area in Bengaluru. As per the latest reports, the accused also robbed the girl of Rs 6,000.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X