For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর সভায় 'ক্যান্ডিক্রাশ' খেলল পুলিশ, তারপর যা হল

সভায় ভাষণ দিচ্ছিলেন স্বয়ং বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। মুখ্যমন্ত্রীর কথা না শুনে, সেই সময় ৩ জন পুলিশ কর্মী মোবাইলে ক্য়ান্ডি ক্রাশ খেলছিলেন।

Google Oneindia Bengali News

সভায় ভাষণ দিচ্ছিলেন স্বয়ং বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। মুখ্যমন্ত্রীর কথা না শুনে, সেই সময় ৩ জন পুলিশ কর্মী মোবাইলে ক্য়ান্ডি ক্রাশ খেলছিলেন। পুলিশের সেই 'ক্যান্ডিক্রাশ' খেলার ছবি ক্যামেরাবন্দি হয়ে যায় তখনই।[আরও পড়ুন:এসসি ও এসটি-দের নিয়ে অপমানসূচক সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা হাইকোর্টের]

মাদক চোরাইয়ের বিষয়ের মতো এক গুরুত্বপূর্ণ সভায়, মুখ্যমন্ত্রীর ভাষণকে উপেক্ষা করে মোবাইলে ক্যান্ডিক্রাশ খেলার মতো কাণ্ড ঘটানোর জন্য ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে নোটিস জারি করল পাটনা পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, যাঁদের বিরুদ্ধে নোটিস পাঠানো হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন এক পুলিশ আধিকারিকও।[আরও পড়ুন:শাসকদলের সিন্ডিকেটের কোপে এবার তৃণমূল সাংসদ]

মুখ্যমন্ত্রীর সভায় 'ক্যান্ডিক্রাশ' খেলল পুলিশ, তারপর যা হল

ওই সভায় মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ছিলেন, প্রধান অতিথি। এই ঘটনার প্রেক্ষিতে পাটনা পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল এস কে সিঙ্ঘল জানিয়েছেন ,' এই ধরণের ঘটনা যে কোনও পুলিশ আধিকারিকের কাছ থেকে অনঅভিপ্রেত।'

তবে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। কয়েকদিন আগে, অর্থাৎ গত মাসেই নয়ডায় এক পুলিশ কর্মীকে রাতে ঘুমোতে দেখা গিয়েছিলন কর্তব্যরত অবস্থায়। যে সময়ে তাংকে ঘুমোতে দেখা যায় তার খানিক পরেই সেই থানা এলাকায় একটি গণধর্ষণের খবর সামনে আসে।

English summary
Three policemen have been issued notices for playing candy crush and not being attentive during a programme that was addressed by Bihar Chief Minister Nitish Kumar. The policemen were spotted playing candy crush during the seminar on drug smuggling in Patna on June 29.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X