For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবতিপর 'ডক্টর দাদি' সাত দশক ধরে মানুষের সেবায় ব্রতী

মধ্যপ্রদেশের ইন্দৌরের বাসিন্দা নবতিপর ভক্তি যাদব পরিচিত 'ডক্টর দাদি' নামে। গত ৬৮ বছর ধরে মানুষের সেবায় ব্রতী তিনি।

  • |
Google Oneindia Bengali News

এবছরের পদ্ম পুরস্কারের তালিকায় স্থান পেয়েছেন মধ্যপ্রদেশের ইন্দৌরের বাসিন্দা নবতিপর ভক্তি যাদব। তবে তিনি পরিচিত 'ডক্টর দাদি' নামে। গত ৬৮ বছর ধরে মানুষের সেবায় ব্রতী তিনি। এমন মানুষরাই প্রচারের আলো থেকে শতযোজন দূরে থেকে মানবসেবায় ব্রতী হয়েছেন।

নবতিপর ডক্টর দাদি সাত দশক ধরে মানুষের সেবায় ব্রতী

ইন্দৌরের প্রথম মহিলা এমবিবিএস ভক্তি যাদব। গত সাত দশকে হাজার হাজার শিশুর জন্ম হয়েছে তাঁর হাত ধরে। ইন্দৌর শহরে একডাকে তাঁকে সকলে চেনেন।

চিকিৎসা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ১৯৫২ সালে তিনি এমবিবিএস পাশ করেন। তখন থেকে শুরু করে বিনামূল্যে মহিলাদের চিকিৎসা করে আসছেন তিনি।

নবতিপর ডক্টর দাদি

ইন্দৌরের পরদেশীপুরা কলোনিতে থেকে ৯১ বছরের ভক্তি যাদব এখনও প্রতিদিন রোগী দেখেন। শুধু ইন্দৌর নয়, উজ্জয়নী, দৈবাস, রতলাম জেলা থেকে রোগীরা এসে তাঁর কাছে দেখিয়ে যান। বিশেষ করে মহিলাদের চিকিৎসায় তিনি সিদ্ধহস্ত।

নবতিপর ভক্তি যাদবের কাহিনি শুনলে বলা যায়, কোনও কাজ ভালোবেসে করলে একদিন না একদিন তার ফল পাবেনই। যেমন সাত দশক পরে নিজের কাজের জন্য সম্মানিত হয়ে দেশকে গৌরবান্বিত করেছেন ভক্তি যাদব।

English summary
Nonogenarian Bhakti Yadav, popularly known as 'Doctor Dadi' from Indore received Padmashri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X