For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্লোগান না দিলে মাথা কেটে নেওয়া হবে! হুমকি বাবা রামদেবের, তারপর যা ঘটল

হাজিরা না দেওয়ায় যোগগুরু রামদেবের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের। যারা ভারত মাতা কী জয় স্লোগান দেবেন না তাদের মাথা কেটে নেওয়ার হুমকির প্রেক্ষিতে আদালতে মামলা হয়েছিল।

  • By Dibyendu Saha
  • |
Google Oneindia Bengali News

বাবা রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল হরিয়ানার একটি আদালত। ভারত মাতা কী জয় স্লোগান যারা দেবেন না তাদের মাথা কেটে নেওয়ার হুমকি গতবছরে দিয়েছিলেন রামদেব।

বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে, ১৪ জুন আদালতে হাজিরা দেওয়ার জন্য ১২ মে জামিন যোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। কিন্তু রামদেব হাজিরা না দেওয়ায় ৩ অগাস্ট ফের হাজিরার জন্য জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিশ গোয়েল।

অন্যের মাথা কাটতে গিয়ে নিজেই এখন বিপাকে বাবা রামদেব

গত বছরের এপ্রিলে হরিয়ানার রোহতকে সতভাবনা সম্মেলনে যোগ দিয়েছিলেন বাবা রামদেব। জাঠ সংরক্ষণ নিয়ে উত্তাল হয়ে ওঠা রোহতকে শান্তি ফেরাতে ওই সতভাবনা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সম্মেলনেই রামদেব হুমকি দেন, যারা ভারত মাতা কী জয় স্লোগান দেবেন না, তাদের মাথা কেটে নেওয়া হবে।

এরপরেই হরিয়ানার প্রাক্তনমন্ত্রী তথা কংগ্রেস নেতা সুভাস বাত্রা যোগগুরু রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তারই ভিত্তিতে ২ মার্চ এসিজেএম রামদেবের বিরুদ্ধে সমন জারি করেন। ১৪ জুন একলক্ষ টাকা ব্যক্তিগত ভাবে জমা রাখার আদেশের সঙ্গে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন এসিজেএম।

English summary
Non bailable warrant against Yoga Guru Ramdev
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X