For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিএসএফ জওয়ানের দাবিতে কোনও সত্যতা নেই : রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের!

সীমান্তের জওয়ানদের নিম্ন মানের খাবার দেওয়া হয় বলে বিএসএফ কনস্টেবল তেজ বাহাদুর যাদব যে অভিযোগ করেছিলেন তাতে কোনও সত্যতা নেই। প্রধানমন্ত্রীর অফিসকে রিপোর্টে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের সীমান্তের জওয়ানদের দেওয়া নিম্নমানের খাবার দেওয়ার দাবিতে কোনও সত্যতা নেই। প্রধানমন্ত্রী অফিসকে দেওয়া রিপোর্টে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। ["একটা পোড়া রুটি, এক গ্লাস চা, ক্যাম্পে খাবার এমনটাই", বিএসএফ জওয়ানের অভিযোগের ভিডিও ভাইরাল]

প্রসঙ্গত, সম্প্রতি বিএসএফ কনস্টেবল তেজ বাহাদুর যাদবের একটি ভিডিও ভাইরাল হয়। সীমান্তের জওয়ানদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এই ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। এরপরই প্রধানমন্ত্রী অফিসকে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট তলব করা হয়। শুক্রবার সেই রিপোর্টেই তেজ বাহাদুরের দাবিকে ভিত্তিহীন বলা হয়েছে। [অর্ধেক দামে রেশনের সামগ্রী বেচে দেন বিএসএফের ক্যাম্প অফিসাররা!, অভিযোগ এক সেনারই]

বিএসএফ জওয়ানের দাবিতে কোনও সত্যতা নেই : রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের!

প্রধানমন্ত্রী অফিসকে দেওয়া রিপোর্টে বলা হয়েছে, "খাবার নিয়ে জওয়ানদের মধ্যে কোনও অসন্তোষ নেই।" পাশাপাশি রাজনাথ সিং নেতৃত্বাধীন মন্ত্রক ওই রিপোর্টে এও জানিয়েছে, আধাসামরিক বাহিনীর কোনও পোস্টেই রেশনের ঘাটতি নেই। খাবারের গুণগত মান নিয়মিত নিরিক্ষা করা হয়। [মদ্যপ হলে কেন জওয়ান তেজ বাহাদুরকে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় নিয়োগ? উঠছে প্রশ্ন]

এই ঘটনার পর কিছুটা নড়ে চড়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্ত নিরাপত্তা বাহিনীর তরফে খাবারের গুণগত মান সংক্রান্ত নয়া গাইডলাইন আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আধাসামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত জওয়ানদের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে এবং সমস্যা সমাধানে এবং পরিস্থিতি উন্নতি করতে যথাযোগ্য ব্যবস্থা নিতে।

English summary
No truth in BSF jawan’s claim, MHA informs PMO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X