For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোরানে তিন তালাকের কোনও নিয়ম নেই : সলমা আনসারি

ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সলমা আনসারি জানিয়েছেন, তিন তালাক মুখে বললেই বিচ্ছেদ হয় না। মুসলিম মহিলাদের তাই ইমামদের কাছে না গিয়ে কোরান পড়ার সুপরামর্শ দিয়েছেন সলমাদেবী।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১০ এপ্রিল : পবিত্র কোরানে তিন তালাকের কোনও নিয়মের উল্লেখ নেই বলে জানালেন সলমা আনসারি। এই নাম বললে অনেকেই পরিচয় বুঝতে পারবেন না। তবে তাঁর স্বামীর নাম বললে চিনতে অসুবিধা হবে না। ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সলমা আনসারি।

সলমাদেবী জানিয়েছেন, তিন তালাক মুখে বললেই বিচ্ছেদ হয় না। মুসলিম মহিলাদের তাই ইমামদের কাছে না গিয়ে কোরান পড়ার সুপরামর্শ দিয়েছেন সলমাদেবী।

কোরানে তিন তালাকের কোনও নিয়ম নেই : সলমা আনসারি

শনিবার আলিগড়ে এক মাদ্রাসার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, কোরানে তিল তালাকের কথা বলা নেই। ভারতে মহিলাদের ভুলপথে চালিত করা হচ্ছে। নিজের মনের সংশয় দূর করতে মহিলারা বরং পবিত্র কোরানের পাঠ নিক।

সারা দেশ জুড়ে তিল তালাক নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে। তার মাঝেই সলমা আনসারির মতো ব্যক্তিত্বের এগিয়ে এসে এর বিরোধিতা করা অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি এমনকী ইমামদের কোরানের অর্থ বোঝানো নিয়েও সংশয় প্রকাশ করেছেন।

উপরাষ্ট্রপতি জায়া বলেছেন, আরবী ভাষার কোরান পড়ুন। অনুবাদ করা কোরান নয়। আর কখনও মৌলবী বা ইমাম যা বলবেন তা অন্ধভাবে না মেনে কোরানে ভরসা রাখুন।

English summary
No rule on triple talaq in Quran, says Salma Ansari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X