For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণতন্ত্র দিবসের প্যারেড থেকে বাদ পড়ল বাংলার ট্যাবলো, অগ্নিশর্মা মমতা

Google Oneindia Bengali News

কলকাতা, ২৭ জানুয়ারি : গণতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে দেখা গেল না পশ্চিমবঙ্গের ট্যাবলো। আর তাতেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলাকে দূরে সরাল তা বেশ গায়ে লেগেছে রাজ্য সরকারের। সূত্রের খবর, বিশেষ করে এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বারাক ওবামা। তার সামনে বাংলার ট্যাবলোর প্রদর্শন না করানোটা কেন্দ্রীয় সরকারের ইচ্ছাকৃত বলেই মনে করছে তৃণমূল।

এই ঘটনায় সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানিয়েছেন, "এই ঘটনায় আমরা আশাহত এবং দুঃখিত। এটা ঠিক হল না।"

গণতন্ত্র দিবসের প্যারেড থেকে বাদ পড়ল বাংলার ট্যাবলো, অগ্নিশর্মা মমতা

রাজ্যের আমলাদের একাংশের দাবি, শেষমুহূর্তে বাংলার ট্যাবলো বাতিল করা হয়েছে। বাংলার ট্যাবলোর এবারের থিম ছিল 'কন্যাশ্রী', কন্যা শিশুদের কল্যাণমূলক কার্যক্রম। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর ঘোষণা করা'বেটি বাচাও, বেটি পড়াও' নিয়ে কেন্দ্রীয় সরকারের ট্যাবলোর সঙ্গে কন্যাশ্রী ট্যাবলোর থিম অনেকটা এক হয়ে গিয়েছিল। তার ফলেই বাদ পরতে হল বাংলাকে।

যদিও কেন্দ্রীয় সরকারি আমলাদের কথায়, বাংলার ট্যাবলোয় বৃহত্তর কোনও বার্তা প্রতিফলিত হচ্ছিল না। প্রতিরক্ষা মন্ত্রক প্রতিবছর এই প্যারেড অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন দিক বিচার করে রাজ্য ও তাদের ট্য়াবলো বেছে নেওয়া হয়। সেই নিরিখেই জায়গা করতে পারেনি বাংলা। ট্যাবলোর ক্ষেত্রে বাংলার উচিত ছিল সংস্কৃতি, অর্থনীতি, ইতিহাসের উপর জোর দেওয়া নাকি কোনও একটি সরকারি প্রকল্পর উপরই জোর দেওয়া। এতে ব্যক্তিগতভাবে নেওয়ার মতো কিছু হয়নি। শুধু শুধু বিষয়টি নিয়ে একটা ইস্যু তৈরি করা হচ্ছে।

বাংলা ছাড়াও বিহার, তামিলনাড়ু, ওড়িশা, কেরালা, পাঞ্জাব, দিল্লি, নাগাল্যান্ডের ট্যাবলোও বাদ পড়েছে গণতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে।

তৃণমূলের একাংশের অভিযোগ, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর সম্পর্ক আদায়-কাঁচকলায়। সারদা তদন্তে সিবিআইকে হাতিয়ার করে বিজেপি বারবার আক্রমণ করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে বলে সরব হয়েছে তৃণমূল। এমনকী বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছে। তারই পাল্টা দিল বিজেপি। যে গণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা, সেই অনুষ্ঠানে বাংলাকে দূরে সরিয়ে তৃণমূলকে শায়েস্তা করতে চেয়েছে কেন্দ্র। বাংলা ছাড়া অন্য যে রাজ্যগুলি বাদ পড়েছে তাতে কী একটিও বিজেপি নেতৃত্বাধীন সরকার রয়েছে প্রশ্ন তৃণমূলের।

যদিও প্রতিরক্ষা মন্ত্রকের একাংশের দাবি, এই ঘটনায় রাজনীতি টানার কোনও যুক্তি নেই। যোগ্যতার বিচারে রাজ্যগুলি বাছা হয়েছে নাকি কোন রাজনৈতিক দল পরিচালিত রাজ্য সেটি তা দেখে। কর্ণাটকই ধরুন। এই রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। তারা তো কই বাদ পড়েনি। আমরা আগেই জানিয়েছিলাম, ট্যাবলোর লক্ষ্য বৃহত্তর বার্তা, নাকি কোনও একটা প্রকল্পকে তুলে ধরা।

English summary
No Bengal in Republic Day Tableaux, Mamata Banerjee Government Fumes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X