For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে মদ নিষেধাজ্ঞা আইন অবৈধ, জানাল পাটনা উচ্চ আদালত

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পাটনা, ৩০ সেপ্টেম্বর : বিহার সরকারের মদ নিষিদ্ধ আইন অবৈধ জানিয়ে দিল পাটনা উচ্চ আদালত। নীতিশ কুমার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে জানিয়েছিলেন সরকার গঠন করলে বিহারে মদ নিষিদ্ধ করবেন। সেই মতো বিহারে চলতি বছরের এপ্রিল মাস থেকে মদ বিক্রি এবং মদ্যপানকে নিষিদ্ধ করে দেওয়া হয়। [ঘর অন্ধকার করে জুস খান, মদ খাওয়ার অনুভূতি হবে : নীতিশ কুমার]

তৃতীয় বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে ক্ষমতা দখলের পর নীতিশ কুমারের মদ বন্ধের সিদ্ধান্তকে বহু মানুষ স্বাগত জানালেও একটা বড় অংশের মানুষ এই সিদ্ধান্তে খুশি ছিলেন না। অনেক সামালোচক বিহার সরকারের মদ নিষিদ্ধ আইনকে 'কুখ্যাত' আইন বলে তুলনাও করেন। [বিহারে মদের আইন ভাঙায় জরিমানা গোটা গ্রামের!]

বিহারে মদের নিষেধাজ্ঞা আইন অবৈধ, জানাল পাটনা উচ্চ আদালত

বিহার সরকার আইন করে মদের উৎপাদন, বিক্রি এবং মদ্যপান নিষিদ্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছিল। চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত ১৩ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে এই আইনের উপর ভিত্তি করেই। এই আইন অনুযায়ী গ্রেফতারি ও জরিমানা নির্ধারনের সরকারের কঠোর মনোভাবের বিষয়টি নিয়ে আগেও সমালোচনার মুখে পড়েছিল নীতিশ সরকার। [বিহারে মদ নিষিদ্ধ, সেই সুযোগে ঝাড়খণ্ডে হুহু করে বাড়ছে 'সুরা পর্যটন']

শুক্রবার আদালতও এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে শোনার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেন। উল্লেখ্য চলতি বছরের অগাস্ট মাসে বিষ মদ খেয়ে ১৭ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। বহু মানুষ মদ খেতে না পেয়ে দেশি মদ খেতে শুরু করেন। আর দেশি মদের বিষক্রিয়ার কারনে ১৭ জনের মৃত্যু হয়েছিল বলে সেই সময়ে হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছিল। [বিহারে নিষিদ্ধ মদ : নেশার অভাবে অসুস্থ ৭৫০, নেশার আশায় কেউ খেল সাবান, কেউবা পেনকিলার!]

প্রথম থেকেই মদ নিষিন্ধ আইন নিয়ে বিহার সরকার কঠোর অবস্থান কার্যকর করতে বদ্ধপরিকর ছিল। শুক্রবার আদালতের রায়ের পর এখন সরকারের অবস্থান কি হয় সেটাই এখন দেখার। সূত্রের মতে সরকার পক্ষ পাটনা আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে যেতে পারে।

English summary
Nitish Kumar's Prohibition Policy Is Illegal, Says Patna High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X