For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ভয়া কাণ্ড নিয়ে তথ্যচিত্রে সরগরম সংসদ, বিতর্কের জেরে তিহার জেলের ডিজিকে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ মার্চ : দিল্লির নির্ভয়া কাণ্ড নিয়ে বিতর্কের জেরে তিহার জেলের ডিজি অলোক ভর্মাকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের।

পাশাপাশি নির্ভয়া কাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত অপরাধী মুকেশের বক্তব্য নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিন সংসদে এই বিতর্কিত ঘটনা গণমাধ্যমে প্রচারিত হওয়ার জন্য ক্ষমাও চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এরপরই তিহার জেলের ডিজিকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্ভয়া কাণ্ড নিয়ে তথ্যচিত্রে সরগরম সংসদ, বিতর্কের জেরে তিহার জেলের ডিজিকে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের


প্রসঙ্গত, নির্ভয়া কাণ্ডের উপর তথ্যচিত্র বানাতে চেয়ে দিল্লির তিহার জেলে যান এক ব্রিটিশ পরিচালক। ঘটনাটি ঘটে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে। সেখানে জেলে বন্দি মুকেশের এই সাক্ষাত্কারটি নেওয়া হয় যেখানে মুকেশ দাবি করেন, ১৬ ডিসেম্বরের সেই রাতে ধর্ষণে বাধা দেওয়ার জন্যই মরতে হয়েছে নির্ভয়াকে।

এমন একটি স্পর্শকাতর ঘটনা, তারপর স্বয়ং ধর্ষকের মুখে এমন বয়ান শুনে স্তম্ভিত হয় গোটা দেশ। ঘটনা জানাজানি হওয়ার পরই সারা দেশে শোরগোল পড়ে যায়। ফাঁসির সাজাপ্রাপ্ত মুকেশ কীভাবে সাক্ষাত্‍কার দিতে পারল সেই প্রশ্নও ওঠে। সূত্রের খবর, গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার তিহার জেলের ডিজিকে ফোন করে এবিষয়ে রিপোর্ট তলব করেন।

তিহার জেল সূত্রের খবর, বিবিসির পরিচালককে ইন্টারভিউয়ের অনুমতি দেওয়া হয়েছিল। তবে একই সঙ্গে শর্ত ছিল, জেল কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই তা সম্প্রচার করা যাবে। কেন তিহার কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিবিসি তথ্যচিত্র প্রকাশ করল তা জানতে চেয়ে নোটিস পাঠানো হচ্ছে বলেও জেল সূত্রে জানা গিয়েছে।

সংসদে আজ এই বিষয়ে বিজেপি সরকারকে চেপে ধরে বিরোধীরা। কেন এখনও নির্ভয়া কাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত অপরাধীদের সাজা কার্যকর করা হচ্ছে না, এদিন সংসদে বিরোধীরা সেই প্রশ্নও তোলেন।

English summary
Nirbhaya documentary case: Tihar Jail DG Alok Verma summoned by Home Minister Rajnath Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X