For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩১ মার্চের পরও ১০টির বেশি বাতিল নোট থাকলে শাস্তি, ক্যাবিনেটে পাস অর্ডিন্যান্স

পুরনো নোটে ১০,০০০ টাকার লেনদেন শাস্তিযোগ্য অপরাধ। বাতিল হওয়া নোটের (৫০০ ও ১০০০ টাকার নোট)সর্বোচ্চ ১০টি নোটই রাখা যাবে ব্যক্তি বিশেষের কাছে। ক্যাবিনেটে পাস হল নয়া অর্ডিন্যান্স।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর : পুরনো নোটে ১০,০০০ টাকার লেনদেন শাস্তিযোগ্য অপরাধ। বাতিল হওয়া নোটের (৫০০ ও ১০০০ টাকার নোট)সর্বোচ্চ ১০টি নোটই রাখা যাবে ব্যক্তি বিশেষের কাছে। ক্যাবিনেটে পাস হল নয়া অর্ডিন্যান্স।

প্রস্তাবিত আইন ভাঙলে শাস্তি হবে মোটা টাকার জরিমানা।। নয়া আইন অনুযায়ী কারোর কাছে বাতিল নোটের ১০টির বেশি নোট পাওয়া গেলে ৫০,০০০ টাকা জরিমানা হতে পারে বা যে টাকার পরিমান নিয়ে প্রশ্ন উঠেছে তার ৫ গুন টাকা জরিমানা বা ৫০,০০০ টাকার মধ্যে যার পরিমাণ বেশি তা জরিমানা হিসাবে দিতে হবে।

৩১ মার্চের পরও ১০টির বেশি বাতিল নোট থাকলে শাস্তি, ক্যাবিনেটে পাস অর্ডিন্যান্স

নোট বাতিলের পর থেকে পুরনো নোট বদলের ৫০ দিনের সময়সীমা শেষ হতে আর বাকি মাত্র ২ দিন। ৩০ ডিসেম্বরের পর থেকে আর বাতিল নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে না। এই নির্দিষ্ট দিনের পর থেকে টাকা আরবিআই-এর কাছে সরাসরি জমা দিতে হবে। কতদিন পর্যন্ত এইভাবে টাকা আরবিআই-তে দেওয়া যাবে তা অবশ্য এখনও স্পষ্ট করা হয়নি।

আরবিআই সূত্রের খবর, বাজারে থাকা পুরনো ৫০০ ও ১০০০ টাকা নোটে ১৫.৪৪ লক্ষ কোটি টাকা ছিল। যার প্রায় ৯০ শতাংশ টাকাই ব্যাঙ্কে জমা পড়ে গিয়েছে।

English summary
New Rule: Punishment For More Than 10 Old Notes After March 31
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X