For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নয়াদিল্লি: মহিলা ডাক্তারের উপর অ্যাসিড হামলা ঘটিয়েছে আর এক ডাক্তার, সুপারি দেওয়া হয়েছিল ২ নাবালককে

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : দিল্লির রাজৌরি গার্ডেন মহিলা ডাক্তারের উপর যে অ্যাসিড হামলার ঘটনা ঘটেছিল তা আসলে তাঁর সহকর্মী আর ডাক্তারই করিয়েছিল বলে জানাল পুলিশ।

অভিযুক্তের নাম ডাঃ অশোক যাদব। বছর ৩০-এ অমৃত কউরের উপর অ্যাসিড হামলা করার জন্য দুই নাবালককে ২৫ হাজার টাকার সুপারি দিয়েছল ডাঃ যাদব। ডাঃ অশোক যাদব ও তার বন্ধু বৈভবের পাশাপাশি ওই দুই নাবালক অপরাধীকেও গ্রেফতার করেছে পুলিশ।

নয়াদিল্লি: মহিলা ডাক্তারের উপর অ্যাসিড হামলা ঘটিয়েছে আর এক ডাক্তার, সুপারি দেওয়া হয়েছিল ২ নাবালককে

ডাঃ যাদব সিনিয়র ডাক্তার। রাশিয়া থেকে এমবিবিএস করেছেন। পুলিশ জানিয়েছে, বিয়ের জন্য অমৃতকে প্রস্তাব দিয়েছিল ডাঃ যাদব। কিন্তু অমৃত না বলে দেয়। এরপরই বৈভবের সঙ্গে মিলে মঙ্গলবার এই হামলার ছক কষে ডাঃ যাদব। বৈভবের মদতে ওই দুই নাবালককে অ্যাসিড হামলার কনট্র্যাক্ট দেয় সে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আমরা অমৃত কউরের বন্দুদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে চেয়েছিলাম অমৃতের কারের সঙ্গে কোনও শত্রুতা ছিল কিনা, বা তাঁর উপর কারও কোনও রাগ ছিল কি না। তারপর জানা যায়, অভিযুক্ত ব্যক্তি অমৃতের বাড়ি থেকে তার পিছু করে। এরপর রাজৌরি গার্ডেনের বাজার এলাকায় এসে হামলা করে। ফলে ডাকাতি বা ছিনতাইয়ের বিষয়টি সেখানেই উড়িয়ে দেয় পুলিশ। ব্যক্তিগত শত্রুতার উপরই এরপর নজর দেয় তদন্তকারীরা।

অমৃতের ফোন রেকর্ড দেখার পর অশোকের দিকে নজর যায়। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদের মুখে পড়েই এই অপরাধের কথা স্বীকার করে নেয় ডাঃ যাদব।

English summary
New Delhi : 2 Juveniles Hired for Acid Attack on Doc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X