For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগপুরে যুবকের দেহ থেকে ১৮ সেন্টিমিটার লেজ কেটে বাদ দিলেন চিকিৎসকেরা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৪ অক্টোবর : নিউরো সার্জেনদের একটি দল নাগপুরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এক অদ্ভুত অস্ত্রোপচার করলেন। এক যুবকের দেহ থেকে ১৮ সেন্টিমিটার লম্বা লেজ কেটে বের করে আনলেন চিকিৎসকেরা। [অদ্ভুত অঙ্গধারী এই মানুষদের বাস এই পৃথিবীতেই]

চিকিৎসকেরা জানিয়েছেন, সাধারণভাবে জীবের যেখানে লেজ থাকে, দেহের পিছনের দিকে সেই নিম্ন অংশেই ছেলেটির লেজটি দিনে দিনে বড় হচ্ছিল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তা অত্যন্ত বেদনাদায়কও হয়ে ওঠে। [দেশের সবচেয়ে বিস্ময়কর কয়েকটি 'মেডিক্যাল কেস']

নাগপুরে যুবকের দেহ থেকে ১৮ সেন্টিমিটার লেজ কেটে বাদ

তবে গোটা পরিবার ছেলের এমন অবস্থা জেনেও লজ্জায় কাউকে কিছু জানায়নি। কুসংষ্কার ও পারিবারিক সম্মানহানির ভয়ে সকলে চুপ ছিল। এমনকী চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়নি ছেলেকে। আর এভাবেই এতদিন কাটিয়েছে ছেলেটি। [১০১ বছর বয়সে কর্মজীবনে অবসর জাপানি বৃদ্ধর]

চিকিৎসকেরা জানিয়েছেন, জন্মের সময়ে অনেক ক্ষেত্রেই এই সমস্যা হতে পারে। তবে শিশু জন্মের পরই কয়েকমাসের মধ্যে অস্ত্রোপচার করিয়ে নিলে পুরোপুরি ঠিক হয়ে যায়। তবে এই যুবকের ক্ষেত্রে তা না করে বিষয়টি লোকলজ্জার ভয়ে লুকিয়ে রাখা হয়েছে। [১ বছরের শিশুর ২৫ বছরের যুবকের মতো যৌনাঙ্গ]

যুবকটির ক্ষেত্রে এতদিন পরে ব্যথা বাড়াতেই তাঁকে হাসপাতালে নিয়ে আসতে বাধ্য হয় বাড়ির লোকেরা। সমস্যা এতটাই বেড়ে গিয়েছিল যে যুবকটি ঠিকমতো বসতে বা শুতেও পারছিল না। তারপরই হাসপাতালে নিয়ে আসা হলে অস্ত্রোপচার করে ১৮ সেন্টিমিটার লম্বা লেজ বাদ দেওয়া হয়েছে।

English summary
Neurosurgeons remove 18 cm-long ‘tail’ from Nagpur boy’s back
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X